
ডান্ডিবার্তা রিপোর্ট সরকার পতনের আন্দোলনে দফায় দফায় অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। অবরোধ পালনে রাজপথে শক্ত অবস্থানে থাকতে না পারলেও রাজধানীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করছে দলের নেতাকর্মীরা। স্বল্প সময়ের প্রস্তুতিতে এসব ঝটিকা মিছিল বের করতেও তাদের বেশ সতর্ক থাকতে হয়। পুলিশের গ্রেফতার এড়িয়ে দলীয় নির্দেশনা অনুযায়ী মিছিল বের করতে নিতে হয় বিশেষ পরিকল্পনা। এত কিছুর পরও প্রায়ই মুখোমুখি হতে হয় পুলিশের। এই মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মাঝে চলে লুকোচুরি খেলা। স¤প্রতি রাজধানীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অবরোধ নিয়ে তাদের কর্মপরিকল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক এসব দলীয় কর্মীরা জানান, গত ২৮ অক্টোবরের পর কেন্দ্রীয় কয়েকজন নেতা আটক হওয়ার পর গ্রেফতার আতঙ্কে বাকি কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে চলে যান। ফলে আন্দোলন নিয়ে তেমন কোনও নির্দেশনা পান না দলের কর্মীরা। তবে দলের পক্ষ থেকে ধারাবাহিক অবরোধ কর্মসূচি আসায় তা পালনে মহানগর বিএনপির নেতাদের নির্দেশনার দিকে তাকিয়ে থাকেন তারা। তারা বলেন, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা রয়েছে, ঢাকার চার মহানগর থেকে শুরু করে প্রত্যেক থানা ও ওয়ার্ড কমিটির এবং অঙ্গসংগঠনের প্রথম সারির নেতাদের তাদের সমর্থক-কর্মীদের নিয়ে অবরোধে রাজপথে থাকতে হবে। যেসব নেতা এসব নির্দেশনা না মানছেন বা অনুপস্থিত থাকছেন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান নিয়মিত মিছিলে উপস্থিত থাকা বিএনপির নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচি ঘোষণার পর ঘণ্টা দুয়েকের মধ্যেই মহানগর নেতাদের কাছ থেকে তৃণমূল নেতাদের কাছে কর্মসূচি পালনের পরিকল্পনা চলে যায়। নিয়মিত মিছিলে অংশগ্রহণকারী একাধিক কর্মী জানান, অবরোধ কর্মসূচি পালনের আগের রাতে আমাদের অনলাইনে অনবরত যোগাযোগ হতে থাকে। মহানগর নেতাদের পক্ষ থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করার স্থান ও সময় নির্ধারণ করে দেওয়া হয়। কে কীভাবে অবস্থান নেবেন তারও কিছু নির্দেশনা থাকে। অবরোধের দিন নির্ধারিত স্থানে মিছিল বের করার ঘণ্টাখানেক আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে যে যার মতো করে অবস্থান নেন। কেউ পথচারীর বেশে, কেউ চায়ের দোকানে, কেউ আবার বাইক রাইডার হিসেবে দাঁড়িয়ে থাকেন। একে অপরের মাঝে চেনাজানা থাকলেও নিজেরা কথা বলেন না। এর মাঝে নির্ধারিত সময়ে নিজেদের মধ্যে ইশারার মাধ্যমে ব্যানার খুলতে খুলতে দাঁড়িয়ে যান মিছিলে। এর মাঝে শুরু করেন ¯েøাগান। ১৫-২০ জনের এসব ঝটিকা মিছিল চলে মিনিট দশেক। তারপর আবার যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে যান। পুলিশ থেকে বাঁচতে আগে থেকেই কয়েকজন এসে মিছিলের স্থান পর্যবেক্ষণ করেন। বিএনপির কর্মীরা বলেন, সাধারণত স্থান ও সময় নির্ধারণের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখা হয়। এর জন্য সকাল দুপুর বা সন্ধ্যার সময়টা বেছে নেওয়া হয়। কোন কোন সময় পুলিশের অবস্থান থাকে না বা পুলিশের কোন জায়গায় আসার সম্ভাবনা কম, এসব বিষয় দেখে হুট করেই মিছিল বের করা হয়। এছাড়া কর্মীদের কেউ কেউ স্থানীয় থানার সামনে আগে থেকে অবস্থান নিয়ে পুলিশের গতিবিধি লক্ষ রাখেন। সেই অনুযায়ী ঝটিকা মিছিল বের করা হয়। তবু অনেক সময় শেষ রক্ষা হয় না জানিয়ে এসব কর্মী বলেন, এত আয়োজন-পরিকল্পনা করে মিছিল বের করার পরও শেষের দিকে পুলিশ এসে যখন উপস্থিত হয়ে যায়, তখন কেউ পিছিয়ে পড়লে পুলিশ ধাওয়া করে ধরার চেষ্টা করে। তখন নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করেন কর্মীরা। কেউ কাউকে রক্ষা করতে কমই যান। কেবল বিক্ষোভ মিছিলে নয়, এলাকায়ও গ্রেফতার আতঙ্কে থাকেন বলে জানান বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, বিক্ষোভ মিছিল থেকে এলাকায় থাকাটা আরও বিপজ্জনক। যদি টার্গেট করে এবং এলাকায় পাওয়া যায়, তবে অবশ্যই গ্রেফতার করবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে রাস্তায় পর্যন্ত দাঁড়াতে পারছি না। নানান কলাকৌশল করে এই মিছিলগুলো বের করি। মিছিলে ধাওয়া দিলে পালানোর সুযোগ থাকে। কিন্তু মিছিল থেকে বেশি ভয় এলাকায়। যদি টার্গেট থাকে কাউকে গ্রেফতার করবে, তাকে নিজ এলাকায় পেলেই অভিযান চালিয়ে গ্রেফতার করে। প্রত্যেক দিনই এরকম খবর পাচ্ছি আমরা। পরিবার থেকে কত দিন দূরে থাকা যায়। পরিবার তো চালাতে হয়। তাই রিস্ক জেনেও এলাকায় আসা-যাওয়া করা লাগে। নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। প্রতিনিয়তই তারা গ্রেফতার আতঙ্ক নিয়ে চলেন। গত এক মাসেই বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, পরিবারের একজনকে না পেলে আরেকজনকে নিয়ে যায় পুলিশ। ছেলেকে না পেলে বাবাকে, এক ভাইকে না পেলে আরেক ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। এর আগে অনলাইন ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ৪/৫ দিন আগে থেকে এখন পর্যন্ত সারা দেশে বিএনপির নেতাকর্মী গ্রেফতার হয়েছেন ২১ হাজার ১৫০ জনের বেশি। মামলা হয়েছে ৬০০-এরও বেশি। আহত হয়েছেন প্রায় ৬ হাজার ১৫৩ জনের মতো নেতাকর্মী। ২০ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও দাবি করেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে সারা দেশে বিএনপির নেতাকর্মী গ্রেফতার করেছে ২৪ হাজার ১৩১ জন। মামলা হয়েছে ১ হাজারটিরও বেশি। আসামি করা হয়েছে ৮৯ হাজার ৩৬৩ জনকে। আহত ৯ হাজার জনেরও বেশি নেতাকর্মী।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯