আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | ভোর ৫:০৯

আদালতে মিশুক চালক খুনের স্বীকারোক্তি ২ ঘাতকের

ডান্ডিবার্তা | ১৪ ডিসেম্বর, ২০২৩ | ৭:৩৩ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে জাকির হোসেন (১৯) হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার প্রাদিশিবপুর এলাকা ও বন্দর থানার আকিজ সিমেন্ট ফ্যাক্টরী সামনে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার আজিজুল মিয়ার ছেলে শাহীন (১৯) ও কুমিল্লা জেলার তিতাস থানার ঘালিলাবাদ এলাকার হরিপদ চন্দ্র ধরের ছেলে সুমন চন্দ্র ধর (২৪)। এদিকে গতকাল বুধবার সকালে ধৃত আসামী শাহীনের দেওয়া তথ্য ভিত্তিতে বন্দর ফাঁড়ি পুলিশ হত্যাকান্ডের স্থান থেকে ১টি রক্তমাখা ধারালো চাকু ও চোরাইকৃত মিশুকগাড়ী ব্যাটারী বিক্রি নগদ ২৯’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ ধৃতদের গতকাল বুধবার দুপুরে, ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমলি আদালত-৬ এ প্রেরণ করছে। এর আগে গত ৬ ডিসেম্বর বিকেল ৫টায় বন্দর থানার কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। নিহত জাকির হোসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিগলটারি গ্রামের দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তারা বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া বলে জানাগেছে। এ ব্যাপারে গত সোমবার রাতে নিহতের পিতা আলম বাদশা বাদী হয়েবন্দরে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এলাকাবাসী জানিয়েছে, গত সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী মহনপুর কবরস্থান সংলগ্ন একটি জমিতে অজ্ঞাত নামা লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রæত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃত শাহীন ও সুমন চন্দ্র ধর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করছে। সে সাথে পলাতক আসামী সিয়ামকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামী শাহীনের দেখানো মতে হত্যাকান্ডেরস্থান থেকে ধারালো চাকু ও শাহীনের কাছ থেকে ব্যাটারী বিক্রি ১৭’শ টাকা ও সুমন চন্দ্র ধরের কাছ থেকে ১২’শ টাকা উদ্ধার করা হয়। গত ২ মাস পূর্বে জাকির হোসেন তাদের গ্রামের বাড়ি থেকে বন্দরে কদম রসুল মাঠপাড়া এলাকায় তার পিতার ভাড়াটিয়া বাড়িতে বেড়াতে আসে। গত বুধবার বিকেল ৫টায় জাকির হোসেন নামে এক যুবক জীবিকার তাগিদে তার পিতার মিশুক নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহারকৃত মোবাইল ফোন দুইটি বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ যুবকের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের পিতা আলম বাদশা গত ৭ ডিসেম্বর দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা