আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:১৮

দু:চিন্তায় সোনারগাঁয়ের প্রার্থীরা

ডান্ডিবার্তা | ১৪ ডিসেম্বর, ২০২৩ | ৭:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার হাতে সময় রয়েছে ২৬দিন। তবে তফশিল ঘোষণা এবং মনোনয়ন দাখিলের পর থেকেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নানা সময় নানা বাঁকে মোড় নিচ্ছে সেই সাথে সোনারগাঁ আসনেও রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গিয়ে বরাবরই পাল্টে যাচ্ছে সমীকরণ। যার কারণে বরাবরই সোনারগাঁ আসনে সর্বদলের প্রার্থীরাই ক‚লকিনারা মিলাতে পারছে না। তাছাড়া নির্বাচনী প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রেও বুঝে উঠতে পারছে না সোনারগাঁ আসনে বিভিন্ন দল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থীরা। সূত্র বলছে, সোনারগাঁ আসনে প্রতিদ্ব›িদ্বতা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় সোনারগাঁ আসনে মূল ফ্যাক্টর আওয়ামীলীগ ও জাতীয়পার্টি। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এই দুই দলের প্রার্থীদের মধ্যে অন্যতম ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে। দলীয় সূত্র বলছে, সোনারগাঁ আসনে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার এবং জাতীয় পার্টি থেকে মনোনীত হয়েছেন বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপ, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, কেন্দ্রীয় নেতা এএইচ এম মাসুদ দুলাল, রুবাইয়া সুলতানা। তবে মনোনয়ন দাখিলের পর নতুন সমীকরণ উঠে জোটের হিসেব নিকেশ। কিন্তু জোটের হিসেবে নিকেশে সর্বত্র আলোচিত ছিল দশম সংসদ নির্বাচনের ন্যায় পূণরায় সোনারগাঁ আসনে আওয়ামীলীগ জাতীয় পার্টিকে ছাড় দিতে যাচ্ছে। এই সমীকরণের ফলে অস্বস্তিতে ছিল টানা দশ বছর নৌকা ফিরে পাওয়া আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার। কিন্তু জাপার মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা স্বস্ততিতে থাকার কথা থাকলেও তার মাথ্য ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছিলেন স্বতন্ত্র প্রার্থীরা। তারপরও সেভাবেই নির্বাচনী মাঠ গুছাতে ব্যস্ত হচ্ছিলেন জাপার মনোনীত প্রার্থী খোকা। কিন্তু হঠাৎ আচমকা শেষ পর্যন্ত জাপার নির্বাচন না থাকার একটি সমীকরণ তৈরী হয়েছে। যার কারণে জাপার মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচন থেকে ছিঁটকে পর মত সমীকরণ তৈরী হতে যাচ্ছে। এতে করে সোনারগাঁ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসলেও। স্বতন্ত্র প্রার্থীদের কারণে সোনারগাঁ আসনে নির্বাচনী হিসেবে নিকেশ কোন দিকে মোড় নেয় সেটা এখনো স্পষ্ট নয়। কারণ ‘ডামি’ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যেকোন অবস্থাতেই প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করার মত অবস্থা রয়েছে। তারপরও ‘ডামি’ স্বতন্ত্র প্রার্থীরাও রাজনৈতিক প্রেক্ষাপট বরাবর ঘুরপাক খাওয়ার কারণে কোন ক‚লকিনারা বুঝে উঠতে পারছে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা