আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:২০

আ’লীগ নির্বাচনে বিএনপি রাজপথে

ডান্ডিবার্তা | ১৪ ডিসেম্বর, ২০২৩ | ৭:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বইতে শুরু করেছে জাতীয় নির্বাচনের হাওয়া। নির্বাচনি আমেজে মেতে উঠেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল। মনোনয়ন কেনা-জমা দেয়ায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। প্রায় প্রতিনিয়তই কর্মী, সমর্থকদের নিয়ে হচ্ছে আলোচনা। অন্যদিকে, বিএনপি’র অষ্টম দফার অবরোধ শেষ হলে এরপর আবারো হরতাল অবরোধের ডাক দেয় দলটি। জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে দু-এক স্থানে অবরোধ সমর্থনে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা বের হলেও, জনসাধারণের উপর পরছেনা এর তেমন কোন প্রভাব। এভাবেই এখনো চলছে ১১ দফার অবরোধ কর্মসূচি। জান গেছে, ইতমধ্যেই বাংলাদেশের ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্যে, নারায়ণগঞ্জের ৪টি আসনে নৌকার প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ- তারা হলেন- রূপগঞ্জ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, আড়াইহাজার আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং সোনারগাঁ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। এদিকে, একই দিন সকাল-সন্ধ্যা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এসব কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। দলটির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দিচ্ছে জামায়াতে ইসলামী। খোঁজ নিয়ে জানা গেছে, ২৮ অক্টোবরে সমাবেশে হামলার পর কয়েকদিন রাজপথে নেতাকর্মীদের সক্রিয় দেখা গেলেও বর্তমানে মাঠে নেই কেউ। প্রায় একমাস যাবৎ নারায়ণগঞ্জে মামলা ও গ্রেফতারে জর্জরিত হয়ে অনেকটা মাঠ ছাড়া বিএনপি নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে মাঠে শীর্ষ কোন নেতা না থাকায় অনেকটা নীরবেই পালিত হচ্ছে কর্মসূচি গুলো। ভোরে মিছিল ও সন্ধার পর মশাল নিয়ে ঝটিকা মিছিলেই কর্মসূচি সীমাবদ্ধ বিএনপি নেতাকর্মীদের। হরতাল ও অবরোধের শুরুর দিকে মহাসড়ক গুলোতে যানচলাচল প্রায় ছিলই না। তবে ধীরে ধীরে এখন যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে মহাসড়কগুলোতে। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, “র‌্যাব-পুলিশকে ব্যবহার করে সরকার আমাদের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে এবং সারা দেশে আমাদের কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। ”কিন্তু এই পরিস্থিতির মধ্যেও আমাদের নেতা-কর্মীরা যেভাবে মাঠে থেকে আমাদের কর্মসূচি সফল করছেন, সেটিই আমাদের শক্তির জায়গা। নেতাকর্মীদের এই শ্রম এবং ত্যাগ বৃথা যাবে না,” তিনি বলেন। এদিকে মাঠে থেকে নেতা-কর্মীরা সক্রিয়ভাবে কর্মসূচি পালন করছে বলে জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও বাস্তবে তাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। বরং গ্রেফতার এড়াতে বিএনপি নেতাকর্মীদের একটি বড় অংশই এখন পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা যাচ্ছে। ফলে হরতাল-অবরোধ এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, “সাধারণ মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা হরতাল-অবরোধ পালন করে আসছি। আমাদের এসব কর্মসূচির অন্যতম উদ্দেশ্যই হচ্ছে মানুষকে জানানো এবং এটা বোঝানো যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার বিকল্প নেই। এই বার্তাটা আমরা গণমানুষের কাছে সফলভাবে পৌঁছে দিতে পারছি বলেই মনে করি,” তিনি বলেন। এদিকে, এক মাসের বেশি সময় ধরে একই কর্মসূচি দেওয়াকে বিএনপির নের্তৃত্বের দুর্বলতা হিসেবে দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত ২৮শে অক্টোবরের পর বিএনপির শীর্ষ নেতাদের অনেকে গ্রেফতার হয়েছেন। দলটির গুরুত্বপূর্ণ অধিকাংশ নেতাই এখন জেলে। ফলে বিএনপির মধ্যে এক ধরনের নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে বলে মনে হচ্ছে। শীর্ষ নেতারা বাইরে থাকলে হয়তো সবাই মিলে নতুন কর্মসূচি ঠিক করতে পারতো।” টানা হরতাল-অবরোধ কর্মসূচি বিএনপির জন্য নতুন কিছু নয়। এর আগেও দলটি একটানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছে। তবে সেটি এখন থেকে আট বছরেরও বেশি সময় আগে। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ২০১৫ সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা নয় মাস হরতাল-অবরোধ পালন করেছিল দলটি। ঐ হরতাল-অবরোধ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। একের পর এক বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনায় বহু মানুষ হতাহত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তখনও একটানা হরতাল-অবরোধ চলতে থাকার এক পর্যায়ে কর্মসূচিগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে এক পর্যায়ে সেই কর্মসূচি স্থগিত করে দেয় দলটি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা