
ডান্ডিবার্তা রিপোর্ট আর মাত্র কয়েক দিন পরেই জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচারনায় মাঠে নামছে। আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পার করে আগামী ১৮ ডিসেম্বর এমপি প্রার্থীরা প্রতীক পাচ্ছে। আর তখন থেকে তাদের প্রচারনায় কোন বাধা নেই। তাই এখন আর আওয়ামী লীগের সাথে জোট মহাজোট গঠন নিয়ে সকল আলোচনাকে উপেক্ষা করে নির্বাচনের ভোট গ্রহনে দিকে এগুচ্ছে। যদিও জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ১৪ দলীয় শরীক দল সমঝোতার মাধ্যমে ৪০ থেকে ৫০টি আসনে জয়ের বিষয়ে নিশ্চয়তা কিংবা তাদের প্রস্তাবকৃত আসনে নৌকা প্রার্থী না রাখার জন্য বলেছেন। কিন্তু তাদের এই প্রস্তাবে টানা তৃতীয়বারের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এখনো সিদ্ধান্ত না দিলে দলটির সেক্রেটারি ওবায়দুল কাদেল বলেছেন আসন ভাগাভাগি হচ্ছে না। সকলকে নিজের জনপ্রিয়তায় পাশ করে আসতে হবে। দলীয় সুত্রমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ৩৩টিতে বিজয় নিশ্চিতে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ। কারণ, এই আসনগুলো আওয়ামী লীগের বিপরীতে তেমন শক্তিশালী বিরোধী কিংবা স্বতন্ত্র প্রার্থী নেই। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এই ৩৩ আসনে প্রভাবশালী নেতা হওয়ায় এখানে অন্য দলের শক্তিশালী প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন না। এমনকি আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী না থাকায় সহজে জয়ের পথে রয়েছে। তার মাঝে সোনারগাঁ এমপি প্রার্থী জয়ের বেপারে আত্মবিশ্বাসী হয়ে রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আড়াইহাজার আসনে বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন, তৃণমূল বিএনপির আবু হানিফ হৃদয় ও জাকের পার্টির মো. শাহজাহান। এখানে একমাত্র আওয়ামী লীগের নৌকার প্রার্থী নজরুল ইসলাম ছাড়া বাকিরা দুর্বল প্রার্থী হিসেবে পরিচিত। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী শামীম ওসমান, এছাড়া এই আসনে জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা মোল্লা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সৈয়দ হোসেন, তৃণমূল বিএনপির আলী হোসেন, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল, বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হাবিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শহীদ উন নবী এবং বাংলাদেশ কংগ্রেসের গোলাম মোর্শেদ রনি এমপি প্রার্থী হয়েছে। এখাইের নৌকার প্রার্থী শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দিতা করার জন্য তেমন কোন শক্তিশালী প্রার্থী নেই। সদর-বন্দর আসনে পাঁচ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জাতীয় পার্টির থেকে লাঙলের প্রার্থী সেলিম ওসমান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ এম এম একরামুল হক, জাকের পার্টির মোর্শেদ হাসান, তৃণমূল বিএনপির আব্দুল হামিদ ভাষানী ভূঁইয়া এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি ছামসুল ইসলাম। কিন্তু নারায়ণগঞ্জের এই তিনটি আসনের এমপি প্রার্থীরা জয়ের বেপারে আত্মবিশ্বাসী রয়েছেন। কেননা তাদের বিপক্ষে যেমন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নেই তেমনি এখানে শক্তিশালী হেভিওয়েট প্রার্থী না থাকায় তারা সহজন জয়ের পথে রয়েছে। তবে নিরব ভোট নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। কেননা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলে যাচ্ছেন আসন্ন নির্বাচন সুষ্ঠু এবং অবাধ গ্রহন যোগ্য নির্বাচন হবে। নিজের যোগ্যতায় কিংবা জনপ্রিয়তায় পাশ করে আসতে হবে। সেই সাথে প্রশাসন কারো পক্ষে থাকবে না বলে বার বার বলা হচ্ছে। আওয়ামী লীগ মনে করে স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের উৎসাহ উদ্দীপনার কারণে সারা দেশেই নির্বাচনে আমেজ তৈরি হয়েছে। শেষপর্যন্ত যদি এই নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হয় এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলেই নির্বাচনের গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না। আর এক্ষেত্রে নারায়ণগঞ্জের ৩টি আসনে বর্তমান এমপিদের বিপক্ষে তেমন কোন শক্তিশালী প্রার্থী না থাকায় জয়ে বেপারে তারা আত্মবিশ্বাসী হয়ে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরাও তাই মনে করছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯