
ডান্ডিবার্তা রিপোর্ট ৭ জানুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাই যাছাই শেষে এখন যাদের আবেদন বাতিল হয়েছে তাদের আপিল শুনানিও শেষ হলো। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনের সব আনুষ্ঠানিকতা যখন চলমান ঠিক সেই সময় নির্বাচন বাতিলের জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, নির্বাচন বানচালের জন্য একটি মহল এখনও ষড়যন্ত্র করছে। এখনও অব্যাহত রাখছে। তবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ নির্বাচনকে তার তফসিল অনুযায়ী অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা। এ ব্যাপারে কোন ধরনের ছাড় দেওয়া বা আপস করার সুযোগ নেই। একাধিক সূত্রগুলো বলছে, নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে নতুন তফসিল ঘোষণার একটি তৎপরতা চলছে। এই তৎপরতার মূল উদ্যোক্তা সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি। তারা অন্তত তিনটি দূতাবাসে বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। এই সমস্ত বৈঠকে তারা বর্তমান নির্বাচন কেন অর্থপূর্ণ হবে না তার ব্যাখ্যা তাদের মতো করে দিচ্ছেন। তাদের মতে, এই নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করছে না। জাতীয় পার্টি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে, তাদের মধ্যে আসন ভাগাভাগি হচ্ছে। আসন ভাগাভাগি হলে জনমতের প্রতিফলন ঘটবে না। একজন আরেকজনকে আসন ছেড়ে দেওয়া বা আসন সমঝোতা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থি বলেও তারা মন্তব্য করেছেন। একই সাথে তারা এই নির্বাচনে একটাই ফলাফল হতে পারে বলে মন্তব্য করছেন। তা হল আওয়ামী লীগের নিশ্চিত জয়। এরকম বাস্তবতায় তাদের ভাষায় রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য তারা একটি নির্বাচনী সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন, যে সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলো আছে একটা মাঝামাঝি অবস্থানে আসবে এবং সেখান থেকে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। ক‚টনীতিকদের কাছে সুশীলরা তত্ত¡াবধায়ক সরকারের দাবি বলেনি বটে। কিন্তু সুস্পষ্ট ভাবে বলে তাদের বক্তব্য থেকে মনে হচ্ছে যে, তারা দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন, যে ভাবে সাংবিধানিক সংকট সৃষ্টি করা হয়েছিল ২২ জানুয়ারির নির্বাচনের আগে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী ২৯ জানুয়ারির মধ্যে একটি নির্বাচনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এবং নতুন সরকারকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সেই অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন খুব একটা আগে না। নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ নেই। সেসময় সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। কাজেই আওয়ামী লীগ ৭ জানুয়ারির নির্বাচন থেকে আর পিছু হটার কোন সুযোগ দিতে চায় না। অন্যদিকে সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্যই জাতীয় পার্টিকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে কেউ কেউ মনে করেন। জাতীয় পার্টি যদি ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করে বা তাদের নেতারা যদি প্রতীক বরাদ্দ না দেয় সে ক্ষেত্রে একটি জটিল সমীকরণ তৈরি হবে এবং সেখান থেকে সুশীলরা অনির্বাচিত সরকার আনার পক্ষপাতী। বিভিন্ন সূত্রগুলো বলছে যে, সুশীল সমাজের কেউ কেউ বিভিন্ন দূতাবাস বলেছে যে, তারা নিশ্চিত শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না। আর জাতীয় পার্টি নির্বাচনে না থাকলে এই নির্বাচন করাটা কতটুকু যৌক্তিক হবে সে প্রশ্ন তারা তুলেছে। তবে ক‚টনীতিকরা ১৭ ডিসেম্বর পর্যন্ত দেখতে চায় যে, পরিস্থিতি কোনদিকে যায়। অবশ্য আওয়ামী লীগ বলছে, জাতীয় পার্টি থাকুক না থাকুক যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আছে তাদের মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কারণ এই নির্বাচন একটি সাংবিধানিক বাধ্যবাধকতা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯