
ডান্ডিবার্তা রিপোর্ট স্বাধীনতার ৫২ বছর পরেও দেশে রাজাকারের তালিকা হয়নি। বারবার তারিখ ঘোষণা করেও তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। এর পেছনে রাজনীতির মারপ্যাচ ও আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন বিশেষজ্ঞরা। মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, রাজাকারদের তালিকা তৈরিতে কোনো গবেষক বিশেষজ্ঞদের রাখা হয়নি। আমলাদের দিয়ে করানো হচ্ছে এই তালিকা। তাই, রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতায় রাজাকারদের তালিকা তৈরিতে জটিলতা দেখা দিয়েছে। যে কারণে আজোবদি নারায়ণগঞ্জের নতুন প্রজন্ম জানে না, এখানে কারা মুক্তিযুদ্ধের সেই দিনগুলিতে সাধারন মানুষের উপর অত্যাচার নির্যাতনের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যে কারণে এক সময়ে আলম খান লেনের এক রাজাকার বুক ফুলিয়ে নিজেকে রাজাকার বলে গর্ববোধ করত। নারায়ণগঞ্জ শহরসহ জেলার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব রাজাকারদের তালিকা প্রনয়নের দাবি নতুন প্রজন্মের দীর্ঘ দিনের। রহস্যজন্ক কারণে এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাজাকারদের স্বজনরা শহর দাবড়িয়ে বেড়াচ্ছে। অথচ রহস্য জন্ক কারণে মুক্তিযোদ্ধা সংসদ তথা নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা এ ব্যপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। নারায়ণগঞ্জের নতুন প্রজন্ম মনে করেন, আগামীতে দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে এটা অনেকটাই নিশ্চিত। সেই সরকার যেন তাদের নির্বাচনী ইশতেহারে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকার পাশাপাশি রাজাকার তথা ৭১ এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধীতা করেছিল সেই সব রাজাকার আর শান্তি বাহিনী ও তাদের দোসরদের তালিকা প্রস্তৃুত করে জন সম্মখে প্রকাশ করেন। যদিও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ২০২১ সালে বলেছিলেন ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরও তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। মন্ত্রী তালিকা প্রকাশের সাম্ভব্য তারিখ বলতে পারেননি। ২০১৯ সালের বিজয় দিবসের আগের দিন সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ১০ হাজার ৭৮৯ জন ‘স্বাধীনতাবিরোধীর’তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নাম আসায় ক্ষোভ আর সমালোচনার প্রেক্ষাপটে সংশোধনের জন্য তালিকাটি স্থগিত করা হয়। যা আর প্রকাশ করতে পারেনি সংশ্লিষ্টরা। গত বছরের আগস্ট মাসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস করেছে সরকার। এতে রাজাকারের তালিকা তৈরির ক্ষমতা দেওয়া হয় জামুকাকে। এরপরও জামুকা তাকিয়ে আছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দিকে। আবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে একটি উপকমিটি করে দেওয়া হয়েছে। তবে জানা গেছে, এই উপকমিটিও নানা কারণে তাদের কাজ তেমন একটা এগিয়ে নিতে পারেনি। ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘রাজাকারের তালিকা কখনও হবে না। আগেও হয়নি, এখনও হবে না। কারণ এখন সমন্বয়ের রাজনীতি চলছে। এই সমন্বয়ের রাজনীতিতে রাজাকার মুক্তিযোদ্ধা সব মিলেমিশে থাকে। সুতরাং এটা হবে না।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই ধরণের কাজে তারা কখনও গবেষক রাখেনি। কারণ আজ-কালকার রাজনীতিকরা সব কিছু বোঝে! তারা যেহেতু সবকিছু বোঝেন, তাই অন্য কোনো লোক দরকার নেই।’ আমলাতান্ত্রিক জটিলতায় তালিকা হচ্ছে না মন্তব্য করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘সরকার রাজাকারদের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাত্র তিন বছর আগে। এরপর সরকার যে তালিকা প্রকাশ করলো তাতে মুক্তিযোদ্ধার নাম সেখানে ঢুকে গেছে। এই তালিকা বিশেষজ্ঞদের দিয়ে করাতে হবে। কিন্তু মূল সমস্যা হলো তালিকা প্রণয়ন কমিটিতে কোনো গবেষক বা বিশেষজ্ঞ রাখা হয়নি।’ তিনি বলেন, ‘আমলাদের দিয়ে কখনও এ ধরনের তালিকা করা যাবে না। এসব নিয়ে তো মুক্তিযোদ্ধা গবেষকরা লিখেছে। আমলারা জানবে কিভাবে যে কারা রাজাকার! তাদের তো জন্মও হয়নি যুদ্ধের সময়। আমলাতান্ত্রিক জটিলতায় তালিকা হচ্ছে না। যারা এই কমিটিতে আছেন, তাদের এ বিষয় কোনো ধারণাই নেই।’ রাজাকারদের তালিকা না হওয়া পেছনের কারণ চানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শাজাহান খানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, আমরা কমিটি করে দিয়েছি, উনারা দেখছেন। আইন পাস করে রাজাকারদের তালিকা করার কর্তৃত্ব সরকার জামুকাকে দিয়ে দিয়েছে, তারপরও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে করা উপকমিটির কাছ থেকে তালিকা আশার করছেন কেন- প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে। জামুকার পক্ষ থেকে শাজাহান খানকে আহবায়ক করে দেওয়া হয়েছে।’ রাজাকারদের তালিকা প্রকাশের সাম্ভব্য কোনো তারিখ আছে কিনা চানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এটা অগ্রিম বলতে পারব না। এর আগে দেওয়া কথা ঠিক রাখতে পারি নাই।’ রাজাকারদের তালিকা তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শাজাহান খান বলেন, এখন পর্যন্ত ১৫০ এর কম বেশি থানা উপজেলা রাজাকারদের তালিকা সংগ্রহ করা হয়েছে। বাকিগুলোর ব্যাপারে নানা প্রোগ্রাম, নির্বাচনসহ ইত্যাদি কারণে এগুতে পারি নাই। রাজাকার বাছাই কমিটিতে কোনো মুক্তিযুদ্ধ গবেষক ও বিশেষজ্ঞ নেই, এক্ষেত্রে কাজের প্রতিবন্ধকতা হচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, তখনকার জামুকার মিটিংয়ে এই বিষয়টা ওইভাবে আসে নাই। গবেষকরা যে বইগুলো লিখেছেন, সেখানেও আমরা দেখেছি সবকিছু আসেনি। তাই তাদের যুক্ত করি নাই। নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হোক এরপর আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে আছে মুক্তিযুদ্ধ গবেষক ও বিশেষজ্ঞদের যুক্ত করার। ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও কেনো রাজাকার তালিকা করতে পারেনি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু মুক্তিযোদ্ধা বা রাজাকার তালিকা না, যেকোনো কাজের ব্যাপারে আগ্রহী কিছু লোক লাগে। যারা এগুলো করবে। যেমন- আমি যখন নৌপরিবহন মন্ত্রী ছিলাম, তখন মুক্তিযুদ্ধের ওপর একটা চলচ্চিত্র অপারেশন জ্যাকপট, পাকিস্তানি জাহাজ সংরক্ষণের প্রকল্প নিয়েছিলাম। এই কাজগুলো আমি যখন শুরু করেছিলাম তখন অনেকদূর গিয়েছিলাম। কিন্তু আমি চলে আসার পরে একজন সেক্রেটারি ছিল। সে এই কাজগুলো বন্ধ করে দেয়।’ শাজাহান খান বলেন, ‘সরকারের মধ্যে আগ্রহী লোক থাকতে হবে, যারা এসব নিয়ে কাজ করবে। যেমন জামুকা। জামুকা সৃষ্টি হয়েছে ২০০২ সালে। ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল। তখন জামুকা আইনের মধ্যে বঙ্গবন্ধুর নামও ছিল না। রাজাকারদের তালিকা করারও বিধান ছিল না। তখন আইনে ছিল- মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত রাখতে হবে। আমি যখন জামুকার সদস্য তখন একদিন আলোচনায় বললাম, চেতনাকে সমন্বিত রাখার কথা তো বলা আছে- এখন আমরা কী করছি। তখন আমার কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে পরিকল্পনা চাওয়া হল। এরপর আমি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে দেই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯