আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:০০

কেন্দ্রে ভোটার আনার চ্যালেঞ্জে প্রার্থীরা

ডান্ডিবার্তা | ১৯ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শক্ত প্রতিদ্ব›দ্বী না থাকায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমান ও তার বড় ভাই জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমানের জন্য এবারের নির্বাচন অনেকটা সহজ হয়ে গেছে। এই দুই ভাই দ্বাদশ সংসদ নির্বাচনে যথাক্রমে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ও সদর-বন্দর আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। সংশ্লিষ্ট আসন দুটির স্থানীয়দের ভাষ্য, নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। শামীম ওসমান ও সেলিম ওসমানের বিপরীতে যারা প্রার্থী হয়েছেন তাদের কিংবা তাদের দলের বিশেষ পরিচিতি ভোটারদের মাঝে নেই। তাই তাদের নির্বাচিত হওয়ার ঘোষণা দেয়া আনুষ্ঠানিকতা মাত্র আছে বলে মনে করছেন রাজনৈতিক কর্মীরা। জয়ের ব্যাপারে নির্ভার দুই ভাই তারপরেও নেতাকর্মীদের নিয়ে প্রায় প্রতিদিন নির্বাচনী সভা করছেন। তাদের ঘনিষ্ঠ নেতাকর্মীরা বলছেন, শুধু জয় নয় বিপুল ভোটে জেতায় এখন তাদের চ্যালেঞ্জ। তাই বেশি সংখ্যক ভোটারদের কেন্দ্রে আনাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই দুই সংসদ সদস্যের নেতাকর্মীরা। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগের শামীম ওসমানসহ আট জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। শেষ দিনে এই আসনে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ছালাউদ্দিন খোকা মোল্লা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। কাগজে-কলমে আসনটিতে তৃণমূল বিএনপি, জাকের পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ আরও সাত জন প্রার্থী থাকলেও তারা তিন বারের সংসদ সদস্য শামীম ওসমানের শক্ত প্রতিদ্বদ্বী হয়ে উঠতে পারবেন না বলেই মনে করছেন স্থানীয়রা। ইতোমধ্যে শামীম ওসমানের আসনে কেন্দ্রভিত্তিক ২৩১ টি কমিটি করা হয়েছে। এই ২৩১ কমিটির কাজ কেন্দ্রে ভোটার আনা ও নৌকার পক্ষে জয় নিশ্চিত করা বলে জানা গেছে। একই পরিস্থিতি শামীম ওসমানের বড় ভাই নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের নির্বাচনী আসনেও। এই আসনে তৃণমূল বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির তিন জন প্রার্থী থাকলেও তারা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানকে হারানোর মতো শক্ত প্রতিদ্ব›দ্বী নন। আসনটিতে শুরু থেকেই কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যদিও সদর ও বন্দর থানা নিয়ে গঠিত এই আসনটিতে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রবীণ ও নবীন রাজনীতিক প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মহাজোটে থাকায় জাতীয় পার্টিকে এই আসন ছাড় দেয় আওয়ামী লীগ। সর্বশেষ এই আসনটিতে ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একবার বিএনপি এবং তিন বার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হয় আসনটি থেকে। জানতে চাইলে সেলিম ওসমান বলেন, ‘প্রতিদ্ব›দ্বী তো প্রতিদ্ব›দ্বীই। প্রতিদ্ব›দ্বী প্রার্থী তো আছে। তারা না থাকলে তো নির্বাচনের আমেজ থাকতো না। যারা প্রার্থী আছেন সকলকে আমি সম্মান করি। নির্বাচনে জনগণ আনন্দ করতে পারবে, এটাই বড় কথা।’ এদিকে এই আসনে সেলিম ওসমানকে বিপুল ভোটে জয়ী করতে মাঠে নেমেছেন জাতীয় পার্টি ও ওসমান পরিবার ঘনিষ্ঠ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, ‘এটি সারা বাংলাদেশেরই চিত্র। প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ তো দূরের কথা একটা প্রতিযোগিতাপূর্ণ কোনো নির্বাচনও হচ্ছে না। ক্ষমতাসীনরাই মূলত নির্বাচনটা করছে তাদের মতো করে। তাদের বিপরীতে যারা আছেন তারা এক ধরনের ডামি প্রার্থীই বলা চলে। আর নারায়ণগঞ্জে ওসমান পরিবারের একটা প্রভাব রয়েছে। তাদের বিপরীতে গিয়ে প্রার্থী হবেন এমন সাহস অনেকেই করতে পারেন না। সে কারণে নারায়ণগঞ্জে নির্বাচনটা একেবারেই নিরুত্তাপ ও প্রতিদ্ব›িদ্বতাহীন।’ ‘এটা জনগণের জন্য সুখকর নয়। কেননা নির্বাচন বলতে জনগণ বোঝে বিকল্প থেকে বেছে নেওয়া। যেহেতু বিকল্প নেই সুতরাং তারা ভোটকেন্দ্রে যেতেই আগ্রহী হবে না বলে মনে করি।’ ওসমান পরিবার ঘনিষ্ঠ নেতাকর্মীরা মনে করছেন এই দুইটি আসনে মোট ভোটারের কমপক্ষে ৫০ শতাংশ ভোট পড়বে। ইতোমধ্যে কেন্দ্রে ভোটার আনার কৌশল ঠিক করে ফেলেছেন শামীম ওসমান ও সেলিম ওসমানের নির্বাচনের সাথে সম্পৃক্ত নেতাকর্মীরা। নেতাকর্মীদের উজ্জীবিত করতে যাদের কেন্দ্রে ৬০ শতাংশ ভোট পরবে আগামীতে সেই সকল নেতাকর্মীদের সাংগঠনিক ভাবে মূল্যায়ন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন ওসমান পরিবার ঘনিষ্ঠ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। এখন দেখার পালা ভোটার আনার চ্যালেঞ্জ কতটা উতরে যেতে পারেন শামীম ওসমান ও সেলিম ওসমান। তা দেখার জন্য আমাদের ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা