
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালেরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। মানুষজন ও পরিবহণ নির্বিঘেœ নিজ গন্তব্যে পৌঁছাতে পাড়ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের অংশের শিমরাইল মোড়, মৌচাক, সাইনবোর্ডে এমন দৃশ্য চোখে পড়ে। দেখা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রতিটি বাসস্ট্যান্ডে চালক ও যাত্রীদের সরব উপস্থিতি। এদিকে যেকোনো নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অবস্থান করছে। এর ফলে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করতে দেখা গেছে। এদিকে দিনের শুরুতে সকাল বেলায় মহাসড়কের শিমরাইল মোড়স্থ গ্রীন গার্ডেনের সামনে হরতাল সমর্থনকারীরা আগুন জ্বালিয়ে অল্প সময়ের জন্যে মিছিল করেছে। তবে পুলিশের উপস্থিতে পালিয়ে যান তারা। আব্দুল্লাহ নামের এক যাত্রী জানান, বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে যাচ্ছেন। তার ধারণা ছিলো হরতালে গাড়ির চাপ কম থাকবে। তবে তেমন কিছু না দেখে ভেবে নিয়েছেন আরামে বাড়িতে যেতে পারবেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী লিনা বেগম। তিনি বলেন, অফিসের ছুটি না থাকায় দীর্ঘদিন ধরে বাড়িতে যাওয়া হয়না তার। হরতাল-অবরোধের মধ্যে বের হতেও ভয় লাগে। কিন্তু আজকে সাহস করে বের হয়ে দেখেন সড়ক সম্পূর্ণ ছুটির দিনের মতো। গাড়িরর জটলা তবুও পছন্দ অনুযায়ী সিট পাচ্ছেন না। মনজিল পরিবহনের এক চালক বলে, সকালে গাড়ি বের করে এক ট্রিপ মেরে এসেছেন তিনি। তবে কোনো জাগায় কোনো ঝামেলার সম্মুখীন হননি। রাস্তায় যথেষ্ট যাত্রী আছে রয়েছে। কাচঁপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করছে। মূলত ডিসেম্বর মাস স্কুল গুলো ছুটি থাকায় মানুষ জন পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাচ্ছে তাই সড়কে যাত্রী ও যানবাহন দুটোর চাপ একটু বেশি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, সকাল থেকে মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের টহল টিম রয়েছে তারা সব সময় সড়কে টহল দিয়ে যাচ্ছেন। যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আমরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯