আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:০২

হরতাল সমর্থনে বিএনপির মিছিল ও অগ্নিসংযোগ

ডান্ডিবার্তা | ২০ ডিসেম্বর, ২০২৩ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জেলার কয়েকটি স্থানে মিছিল করেছে নেতা-কর্মীরা। তারা মিছিল থেকে সড়কে টায়ার পুড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিরও চেষ্টা করে। তবে পুলিশি তৎপরতায় সড়ক-মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। গতকাল মঙ্গলবার হরতাল সমর্থনে বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসময় ফাঁকা গুলি ছুড়ে। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকরা এ মিছিল বের করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সকালে এক থেকে দেড় মিনিটের জন্য মহাসড়কে বিএনপির কিছুসংখ্যক লোকজন মিছিল বের করেছিল। তারা মিছিলের নামে অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে। হরতাল সমর্থনে শহর ও বন্দরে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। ভোর সকালে হরতাল সমর্থনে বন্দরের মদনপুর-মদনগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে মিছিল করে বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা। এছাড়াও দুপুর বারোটার দিকে হরতাল সমর্থনে শহরের নিতাইগঞ্জ থেকে মিছিল বের করে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের নেতাকর্মীরা। ফতুল্লায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির অনুসারী কর্মীরা মিছিল থেকে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয়। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা- কর্মীরা যুবদলের নেতাকর্মীরা। সকালে ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন আলীগঞ্জ থেকে মিছিলটি শুরু হয়ে সড়কের দাপা বালুর ঘাট হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে সরকারের পদত্যাগ চেয়ে হরতালের সমর্থনে নানা ¯েøাগান দেন নেতাকর্মীরা। বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে ফতুল্লার এনায়েতনগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে এনায়েতনগর এলাকায় এই মশাল মিছিল করা হয়। জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে এ মিছিল করে তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা