
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বইতে শুরু করেছে জাতীয় নির্বাচনের হাওয়া। নির্বাচনি আমেজে মেতে উঠেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল। মনোনয়ন কেনা-জমা দেয়ায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। প্রায় প্রতিনিয়তই কর্মী, সমর্থকদের নিয়ে হচ্ছে আলোচনা। অন্যদিকে, বিএনপি’র ডাকা অবরোধ হরতালে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে দু-এক স্থানে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা বের হলেও, জনসাধারণের উপর তেমন কোন প্রভাব পড়েনি। জান গেছে, ইতমধ্যেই বাংলাদেশের ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্যে, নারায়ণগঞ্জের ৪টি আসনে নৌকার প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ- তারা হলেন- রূপগঞ্জ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, আড়াইহাজার আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। এদিকে, একই দিন সকাল-সন্ধ্যা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এসব কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। দলটির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দিচ্ছে জামায়াতে ইসলামী। খোঁজ নিয়ে জানা গেছে, ২৮ অক্টোবরে সমাবেশে হামলার পর কয়েকদিন রাজপথে নেতাকর্মীদের সক্রিয় দেখা গেলেও বর্তমানে মাঠে নেই কেউ। প্রায় একমাস যাবৎ নারায়ণগঞ্জে মামলা ও গ্রেফতারে জর্জরিত হয়ে অনেকটা মাঠ ছাড়া বিএনপি নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে মাঠে শীর্ষ কোন নেতা না থাকায় অনেকটা নীরবেই পালিত হচ্ছে কর্মসূচি গুলো। ভোরে মিছিল ও সন্ধার পর মশাল নিয়ে ঝটিকা মিছিলেই কর্মসূচি সীমাবদ্ধ বিএনপি নেতাকর্মীদের। হরতাল ও অবরোধের শুরুর দিকে মহাসড়ক গুলোতে যানচলাচল প্রায় ছিলই না। তবে ধীরে ধীরে এখন যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে মহাসড়কগুলোতে। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, “র্যাব-পুলিশকে ব্যবহার করে সরকার আমাদের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে এবং সারা দেশে আমাদের কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। বিএনপির আন্দোনের মধ্যেও নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারনা শুরু হয়ে গেছে। গত ১৮ ডিসেম্বর প্রতীক দেয়ার পর থেকেই প্রার্থীরা মাঠে নামতে শুরু করে। গত মঙ্গলবার থেকে বলা চলে সব প্রার্থীই প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে। সদর-বন্দর আসনে সেলিম ওসমান জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয় থেকে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন। এর পর গত দুই দিনে শতাধিক স্থানে কর্মী সমর্থকদের নিয়ে মত বিনিময় করেছেন সেলিম ওসমান। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে শামীম ওসমানের পক্ষে গত মঙ্গলবার ২১৬টি কেন্ত্র থেকে নৌকায় ভোট চেয়ে মিছিল বের হয়। শামীম ওসমান ফতুল্লার কাশীপুরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ভোটারদের সাথে সরাসরি কথা বলে ভোট প্রার্থনা করেছেন। গতকাল বুধবার দিনভর শামীম ওসমান সিদ্ধিরগঞ্জে নৌকার পক্ষে ও সেলিম ওসমান বন্দরে লাঙ্গলের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। এসব জায়গায় ভোট প্রার্থনা কলে আওয়ামীলীগের একাশেংর নেতাদের তার সঙ্গে দেখা যায়। সোনারগাঁয়ে গত মঙ্গলবার কায়সার হাসনাত বিশাল মিছিল বহন নিয়ে শোডাউন করেন। গতকাল বুধবার ডালিয়াতক শত শত মহিলাদের সাথে নিয়ে সোনারগাঁয়ে লাঙ্গলের পক্ষে ভোট প্রার্থনা করেন। রূপগঞ্জে গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক) তার স্ত্রী হাসিনা গাজী ও পুত্র পাপ্পা গাজী আলাদা আলাদা ভাবে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। তৃনমূল বিএনপির প্রার্থী তৈমূর আলম খন্দকার সোনালী আশঁ মাকায় ভোট চেয়ে প্রাচনা চালান। স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা শাহজাহান ভ’ইয়া কেটলি মার্কায় ভোট চেয়ে অলি গলিতে গণসংযোগ করেন। এসময় রূপগঞ্জের অধিকাংশ আওয়ামীলীগ নেতাই তার সঙ্গে ছিল। আড়াইহাজারে নজরুল ইসলাম বাবু নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। জাতীয়পাটির নেতা আলমগীর লোটন লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে ঘরে ঘরে যাচ্ছেন। নির্বাচনের ১৭ দিন বাকি থাকলেও নারায়ণগঞ্জের সর্বত্র নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠছে প্রতিটি আসনের পাড়া মহল্লা ও গ্রামগঞ্জ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯