আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:০৮

বিজয় উল্লাসে কায়সার মাঠ গুছাচ্ছে খোকা

ডান্ডিবার্তা | ২১ ডিসেম্বর, ২০২৩ | ১০:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আওয়ামীলীগ থেকে স্বতন্ত্র প্রার্থীরা অনেক হাকডাক দিলেও শেষবেলায় মিউয়ে গেছেন। সামনে কেবল নৌকা ও লাঙ্গলের মাঝেই লড়াইটা দেখছেন। যদিও এখন পর্যন্ত আটসাট বেধে মাঠে নামেননি এ আসনের বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। ভিন্ন সূত্রের মতামত- এমপি খোকা ঘাট ঘুছানোর কাজে ব্যস্ত রয়েছেন। আব্দুল্লাহ আল কায়সার হাসনাত যখন নৌকা প্রতীক পেয়েই বিজয়োল্লাসে নির্বাচনী মাঠে, তখন ঘাট ঘুছাচ্ছেন এমপি খোকা। বিভিন্ন ঘাট তিনি ঘুছিয়ে নির্বাচনে ভোটের মাঠে নামলেই আভাস হয়ে যেতে পারে ভিন্নরূপ ভিন্ন সুত্র বলছে- নির্বাচনে নানা নাটকীয়তার অনেক বাকি রয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরি মাঝে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় তা বলাবাহুল্য। জাতীয় পার্টির প্রার্থী ২৬জনকে ছাড় দিলেও সোনারগাঁ আসনটি এবার ছাড় পায়নি জাতীয় পার্টি। এ আসনে জাতীয় পার্টির দুইবারের এমপি লিয়াকত হোসেন খোকা এবারো নির্বাচনের লাঙ্গল প্রতীকে বহাল আছেন সেভাবে আটসাট বেধে এমপি খোকাকে মাঠে নামতে না দেখার বিরাট রহস্য হলো তিনি তার বিভিন্ন শক্ত ঘাটগুলো ঘুছানোর চেষ্টা করছেন। সেক্ষেত্রে তিনি সফল হলে কায়সার হাসনাতের ভোটের মাঠে কলকজ্বাগুলো নড়বড়ে হয়ে যাবে। তার চারপাশের লোকজন কমতে থাকবে। তখনি পুরোদস্তর ভোটের মাঠে নামবেন এমপি খোকা। সবুজ সংকেত পেলেই পুরনো রূপে ভোটের মাঠে আসবেন খোকা। বিভিন্ন সুত্রে পাওয়া- ইতিমধ্যে এমপি খোকার অনেকগুলো রাজনৈতিক ঘাট ঘুছিয়ে নিয়েছেন। তবে এমপি খোকার মুভমেন্টেই দৃশ্যমান হবে তিনি কতটা আশাবাদী হয়ে ভোটের মাঠে নেমেছেন। স্থানীয়রা জানান, টানা দশ বছর সোনারগাঁয়ে এমপি ছিলেন লিয়াকত হোসেন খোকা। যার মধ্যে গত ৫ বছরে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। এই ৫টি বছরে তিনি জনগণের দ্বারপ্রান্তে চলে গেছেন। তাকে সোনারগাঁয়ের শান্তির প্রতীক মনে করেন স্থানীয়রা। গত দশ বছর সোনারগাঁয়ে ছিলোনা কোনো মারামারি, হানাহানি কিংবা রাজনৈতিক কোনো সহিংসুতা। আমজনতার খুব কাছাকাছি রয়েছেন এমপি খোকা। সান নারায়ণগঞ্জকে অনেকে জানান এমপি খোকার নিজস্ব কোনো মাসেল পাওয়ার না থাকলেও সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী, দিনমজুর রিক্সাচালক, ভ্যানচালক এসব মানুষের কাছে এমপি খোকাই সেরা। করোনাকালে তার ভুমিকাও ছিলো বেশ। ফলে সুষ্ঠু ভোট হলেও লাঙ্গলের ব্যাপক জনপ্রিয়তা প্রমাণেরও একটি সুযোগ তৈরি হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা