আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:২১

বন্দরে ওয়াসা পাম্প পরিচ্ছন্নের নামে দুর্নীতির অভিযোগ

ডান্ডিবার্তা | ২১ ডিসেম্বর, ২০২৩ | ১০:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে সোনাকান্দা হাট সংলগ্ন ওয়াসার পাম্প পরিস্কারের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে পাম্প পরিচ্ছন্ন কন্ট্রাকটার সজিবের বিরুদ্ধে। এলাকাবাসী জানিয়েছে, নাসিকের চরম উদাসিনতা ও অব্যবস্থাপনার কারণে সোনাকান্দা হাট সংলগ্ন পাম্প হাউজে নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বেলা ১২টায় ঘটনাস্থল পরিদর্শনে আসলে অপরিস্কার বিষয়টি পরিলক্ষিত হয়। সোনাকান্দা এলাকার জনৈক তুহিন নামে এক ব্যক্তি গণমাধ্যমকে জানায়, মাহামুদনগর এলাকার মোস্তফা মিয়ার ছেলে সজিব মিয়া সিটি কর্পোরেশন থেকে ওয়াসা পাম্প পরিচ্ছন্ন কাজ পায়। কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে সজিব মিয়া পাম্প হাউজ পরিচ্ছন্ন কাজ পাওয়ার পর থেকে সঠিক ভাবে পাম্প হাউজ পরিস্কার কাজ করছে না। পাম্প হাউজ পরিস্কার না হওয়ার কারণে দুর্গন্ধযুক্ত পানি সেবন করে সিটি কর্পোরেশনের বহু মানুষ ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে ওয়াসা পাম্প পরিচ্ছন্ন কন্ট্রাকটার সজিব জানান, শীতলক্ষ্যা নদীর লেয়ার কমে যাওয়ার কারনে পাইপের মাধ্যমে ওয়াসা পাম্প হাউজে প্রচুর পরিমাণ প্লাস্টিক ও কাদা মাটি প্রবেশ করেছে। বুধবার আমার লোকজন ওয়াসা পাম্প হাউজের তলদেশ থেকে প্লাস্টিক বর্জ্য অপসারন করেছে। আমাদের পাম্প হাউজ পরিস্কার কাজ অব্যাহত রয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯, ২০ ও ২১নং ওর্য়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ জানান, পাম্প অপরিষ্কার বিষয়টি আমার জানা নেই। আমি সরজমিনে পরিদর্শন করে মেয়র আইভী আপার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। এ ব্যাপারে ২০নং ওর্য়াড ওয়াসা ইন্সপেক্টর জাহাঙ্গীর জানান, পাম্প হাউজ অপরিষ্কার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য নাসিক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী নগরবাসী




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা