
ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় সাংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ‘অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা বিএনপি। গতকাল বৃহস্পতিবার থেকে টানা ৩দিন মাঠে থেকে ভোটের বিরুদ্ধে গণসংযোগের কর্মসূচি ঘোষনা দিলেও তাদের মাঠে নামতে দেখা যায়নি। জানা গেছে, একতরফা’ নির্বাচনে ভোট বর্জনসহ সরকারের বিরুদ্ধে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনে রয়েছে- ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোট কেন্দ্রে না যাওয়া, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকা, সেবামূলক কর, খাজনাসহ বিভিন্ন প্রদেয় না দেয়া, ব্যাংককে অর্থ আমানত না রাখা এবং আদালতে হাজিরা না দেওয়া। গত বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘোষণা দেওয়ার পরপরই দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমের কাছে এই কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, বিএনপিসহ সকল আন্দোলনরত দল এবং জনগণের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। এই ঘোষণায় বলা হয়েছে যে, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগীতা শুরু করার বিকল্প নেই। এই মুহূর্ত থেকে এই অবৈধ সরকারকে সহযোগীতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দেশপ্রেমিক জনগণের প্রতি আমরা আহŸান জানাচ্ছি। তাছাড়া ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করুন। ডামি নির্বাচনের নামে ৭ জানুয়ারির বানর খেলার আসরে অংশগ্রহণ করবেন না। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এটি আপনার গণতান্ত্রিক অধিকার। নির্বাচন কমিশন ৭ জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে সেই তালিকা তৈরি হয়ে গেছে। সুতরাং ৭ জানুয়ারির ডামি নির্বাচনের ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে বিরত থাকুন। আর গতকাল বৃহস্পতিবার থেকে টানা শনিবার পর্যন্ত ভোটের বিরুদ্ধে গণসংযোগ ও আগামী রোববার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই ধারবাহিকতায় এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি তাদের সকল নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সকলের সাথে আলোচনা অবহৃত রেখেছে। তাছাড়া যেহেতু বিএনপির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে সেই ক্ষেত্রে সকলেই গ্রেফতার এড়িয়ে কৌশলে কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তাছাড়া বিএনপির নেতাকর্মীরা বলছে, এবারই সময় আত্মগোপন কাটিয়ে রাজপথে নামার সময় চলে এসেছে। এবার সকল বাধা পেরিয়ে গণসংযোগের মাধ্যমে নেতাকর্মীদের রাজপথে নামাবো ও ‘অসহযোগ’ আন্দোলনে রাজপথে থাকবো। সূত্র বলছে, গত বছরের ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, সংসদ বাতিলের ‘একদফা’ দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো যুগপৎ আন্দোলন শুরু করে। দীর্ঘ এক বছরের অধিক সময়ে নানা কর্মসূচির মাধ্যমে তারা আন্দোলনকে এগিয়ে নেয়। এছাড়া এই আন্দোলনে আলাদা আলাদাভাবে গণতান্ত্রিক বাম জোট, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও রাজপথে রয়েছে। এদিকে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পÐ করে দেওয়ার পর ‘একতরফা’ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ সমমনা জোটগুলো চার দফায় ৫ দিন হরতাল ও ১১ দফায় ২২ দিন অবরোধ কর্মসূচি করে। এরপর অসহযোগ আন্দোলনের এই কর্মসূচি দিলো বিএনপি। যাকে ঘিরে কর্মীদের মধ্যে আবারো আশার আলো জ্বলে উঠেছে। কিছু একটা হবে এমন আশা নিয়ে আবারো ‘অসহযোগ’ আন্দোলনে রাজপথে থাকবে বিএনপি ও তাদের কর্মী সমর্থকরা। আগামী ২১, ২২, ২৩ ও সর্বশেষ অবরোধ ২৪ এই চারদিনের কর্মসূচির মধ্যেমে রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই ঘুরে যাবে। নির্বাচনে ও ভাটা পড়া শুরু হবে এমনটাই বলছে নেতাকর্মীরা। এ বিষয়ে মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, এই স্বৈরাচারী সরকার যেভাবে দেশের মানুষকে জিম্মি করে ২০১৪ ও ২০১৮ সালের মতো অবৈধ নির্বাচন করতে চাইছে। কিন্তু দেশের জনগণ তাদের এই অবৈধ নির্বাচন আর যোগ্য হিসেবে গ্রহন করবে না। তারা আবারো দেশের আওয়ামী লীগ ও আওয়ামী লীগের যে পাতানো নির্বাচন করতে চাইছে সেটাকে প্রতিহত করতে আমরা প্রত্যন্ত রয়েছি। ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দিয়েছে আর সেই লক্ষ্য হিসেবে প্রথম তিন দিন আমরা পুরো মহানগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবো। আর এদিকে বর্তমানে বিএনপির নেতাকর্মীদের বহু নাশকতা মামলা রয়েছে এই কর্মসূচিতে সকলেই যারা মামলাকৃত রয়েছেন। তারা কৌশল অবলম্বন করেই রাজপথের আন্দোলন সফল করবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা রাজপথে আবারো গণসংযোগ কর্মসূচি নিয়ে নামবো। দেশ নায়ক তারেক রহমানের এই চারদিনের কর্মসূচির মাধ্যমে সারা দেশসহ নারায়ণগঞ্জে ও একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে। স্বৈরাচারের কোন প্রথা আর কাজে আসবে না, দেশের জনগণ এখন গর্জে উঠেছে। কিন্তু নারায়ণগঞ্জে নেতাকর্মীদের গণসংযোগ করতে দেখা যায়নি। ঘোষণা দিলেও তারা মাঠে নামেননি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯