আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৯:০৯

ফতুল্লায় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২২ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় ডাকতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র সহ ডাকাত দলের চার সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুর সামছুল আলম মোড়ের রিনার বাড়ীর ভাড়াটিয়া লাল মিয়ার পুত্র মোঃ রনি (২৪), মুসলিম নগর আমেনা মার্কেট সংলগ্ন মৃত জিলানীর পুত্র বাবু মিয়া (২২), একই থানার পূর্ব গোপালনগরের মনির হোসেনের পুত্র নাজমুল হাসান (২২) ও উত্তর নরসিংপুরের মাদবরের বাড়ীর ভাড়াটিয়া জামাল মিয়ার পুত্র খোকন মিয়া (২৫)। রাত ১১ টার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুরস্থ প্রমি ফ্যাশন নামের গার্মেন্টস সংলগ্ন আলমের নির্মানাধীন ভবনের তৃতীয় তলা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় তৈরি একটি রামদা, একটি চাইনিজ ক‚ড়াল, একটি সুইচ গিয়ার ও একটি ধারালো ছুরি উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মুসলিমনগর এতিমখানার মোক্তার হোসেনের পুত্র সানি(৩৩) সহ ডাকাত দলের অজ্ঞাতনা আরো ১০-১৫ জন সদস্য। পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুরস্থ প্রমি ফ্যাশন নামের গার্মেন্টস সংলগ্ন আলমের নির্মানাধীন ভবনের তৃতীয় তলায় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার পরিকল্পনা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক সিরাজ মাতাব্বুর, আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্য রনি, বাবু মিয়া, নাজমুল ও খোকন কে দেশীয় তৈরি অস্ত্র সহ গ্রেফতার করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সানি সহ ডাকাত দলের অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন সদস্য। এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্ততির অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানান, ডাকাত দলের পালিয়ে যাওয়া অপর সদস্যদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা