
ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিএনপি নেতারা প্রকাশ্যে আসতে শুরু করেছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলেও জেলার নেতারা এখনো আত্মগোপনে থেকে দিক নির্দেশা দিচ্ছে বলে দাবি করছেন। নারায়ণগঞ্জে শহরের বিভিন্ন স্থানে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে গণসংযোগের দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেছে মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজার, বাবুরাইল ও বৌ বাজারসহ বিভিন্ন মার্কেটের সামনে অসহযোগ আন্দোলনে সম্পৃক্ত হতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের কর্মসূচির অংশ হিসেবে আজ গণসংযোগ করেছি আমরা বিভিন্ন এলাকার মার্কেটে। সাধারণ মানুষ আমাদের দাবির পক্ষে একমত। তারা এ সরকারকে আর এক মুহূর্তের জন্যও দেখতে চায় না। এছাড়া ফতুল্লায় বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম কর্মসূচি গণসংযোগের দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেছেন জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে ফতুল্লা বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করে অসহযোগ আন্দোলনে মানুষকে সম্পৃক্ত হতে আহŸান জানান নেতাকর্মীরা। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদলের নেতারা। এ সময় উপস্থিতি ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহŸায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, থানা যুবদলের যুগ্ম আহŸায়ক ও এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহŸায়ক মনির হোসেন ও সদস্য সচিব জসিম মিয়া। অপরদিকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, সূর্যাস্তের পর যেমন অন্ধকার নেমে আসে তেমনি ৭ জানুয়ারির ‘ডামি-ডাকাতি, চুরি ও পাতানো নির্বাচনের পর বাংলাদেশের আকাশে অমাবস্যার অন্ধকার নেমে আসবে বলে এমন আশঙ্কার কথা জানিয়ে আরো বলেন, ডামি নির্বাচনের আয়োজক আজ্ঞাবহ নির্বাচন কমিশন, পরিচালক হিসেবে থাকবে শেখ হাসিনা এবং ৭ জানুয়ারি ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ভোটারের ভূমিকায়। আর সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বাকশালী ¯েøাগান দিয়ে উৎসব পালন করবে। সুতরাং এ নির্বাচন হতে দেওয়া যাবে না। জোট নেতারা বলেন, ৭ জানুয়ারি নির্বাচন হলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে। বিশ্বের কাছে বাংলাদেশ হারাবে তৈরি পোশাকসহ রপ্তানির বড় বাজার এবং সংকট সৃষ্টি হবে অর্থনীতিতে। এতে করে বাংলাদেশ মহাবিপদের দিকে ধাবিত হবে। তাই ৭ জানুয়ারি নির্বাচন নয়! শেখ হাসিনার পদত্যাগই এর সমাধান। গতকাল শুক্রবার সকালে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীর দৈনিক বাংলার মোড়, কালভার্ট রোড় ও ফকিরাপুল লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতারা এসব কথা বলেন। জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, এ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা পাতানো নির্বাচনের খেলায় সারাদেশকে অবরুদ্ধ করে রেখেছে। আগামী ৭ তারিখ জনগণ এ প্রহসন মার্কা নির্বাচনকে প্রতিহত করবে। তিনি দেশবাসীকে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে রাজপথে নেমে আসার আহŸান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, বিশ্বসেরা স্বৈরশাসকের অধীনে ৭ জানুয়ারি বাংলাদেশে একটি ‘ডামি’ নির্বাচন হতে চলেছে। তবে নির্বাচন ‘ডামি’ কিংবা নায়ক-নায়িকা অথবা জুয়াড়ি মার্কায় হোক না কেন! দেশের জনগণ এ জালিম-ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করবে। ইনশাআল্লাহ শেখ হাসিনার ঠিকানা আর গণভবনে হবে না। দেশবাসী প্রস্তুত থাকুন। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ ও ইসলামী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রেজা। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির( কাজী জাফর) হান্নান আহমেদ বাবলু,জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের আতাউর রহমান খান, এম এ কাশেম ইসলামাবাদী,মাওলানা খায়রুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের সারোয়ার আলম, আবুল মনসুর, বাংলাদেশ লেবার পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ আবু হানিফ, আবু ইউসুফ, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, মনোয়ার হোসেন, জনি নন্দী, এলডিপি যুবদলের মিজানুর রহমান পিন্টু, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান ও হাফেজ খালেদ মাহমুদ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯