আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:০৮

আন্দালনের ডাক দিয়ে তারা রাস্তায় থাকে না: চন্দনশীল

ডান্ডিবার্তা | ২৩ ডিসেম্বর, ২০২৩ | ১০:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। শুধু সদর-বন্দর আসনে তিনি আওয়ামী লীগের কোন প্রার্থী দেন নাই। এতে করে তিনি সেলিম ভাইকে সম্মানিত করেছেন। সেলিম ভাইকে সম্মানিত করার মাধ্যমে তিনি নারায়ণগঞ্জবাসীকে সম্মানিত করেছেন।’ গতকাল শুক্রবার রাতে ধামগড় ইউনিয়ন পরিষদের শেখ জামাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সদর-বন্দর আসনের এমপি প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী মতবিনিময় সভায় তিনি একথা বলেন। চন্দন শীল বলেন, ‘এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে, আগামী ৭তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের প্রার্থী জননেতা সেলিম ওসমানকে বিপুল ভোটে জয় যুক্ত করা।’ তিনি আরও বলেন, ‘ওই খুনি জিয়ার পুত্র তারেক জিয়া বলে, ৮৫ভাগ লোক নির্বাচন চায় না। আজ সকালেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। মানুষ এখন আর তাদের কথা বিশ্বাস করে না। বিএনপির নেতাকর্মীরাও এখন তাদের কথায় বিশ্বাস করছে না। তারা আন্দালনের ডাক দেয়, অথচ রাস্তায় ৫-১০জন লোকও থাকে না।’ এসময় জেলা পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহাম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা