আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:১২

খেলাধুলার বিরুদ্ধে এমপি বাবুর হুমকি

ডান্ডিবার্তা | ২৩ ডিসেম্বর, ২০২৩ | ১০:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজার আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, তাঁর সমাবেশের দিন এলাকার কেউ খেলাধুলার আয়োজন রাখলে বাড়িতে থাকতে দেওয়া হবে না। সমাবেশের দিন খেলতে যাওয়ার সাহস দেখাতেও নিষেধ করেছেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে আড়াইহাজার উপজেলার মাহমুদপুরের গহরদী প্রাইমেরি স্কুলমাঠে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি স্কুলভবন দেখিয়ে বলেন, ‘এই স্কুলের জন্য তিনতলা ভবন নিয়ে আসছি। আমরা এটা ভেঙ্গে সুন্দর করে নতুন ভবন করবো। ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করবে। এটা হবে দেখার মত একটি জায়গা। সেই পরিকল্পনা করে আমরা এগিয়ে যাচ্ছি। দক্ষিণ পাড়া থেকে কুতুবপুরা বাজারের রাস্তা। আগামী কয়েক মাসের মধ্যে মাত্র ৫ মিনিটের মধ্যে আসতে পারবেন।’ নজরুল ইসলাম বাবু বলেন, ‘এটা তো ছোটখাট একটা রাস্তা হইসে। এইটার বাবা হইবো ওইটা। এরপরও যদি মোবারক স্যার, বাড়ির পোলাপান মিটিং (সমাবেশ) এর  দিন খেলাধুলা দেয়, তাহলে কিন্তু বাইত (বাড়িতে) থাকতে দিমু না। মিটিং এর দিন মিটিং হবে, লেখাপড়ার সময় লেখাপড়া হবে, সমাবেশের দিন সমাবেশ হবে। আমার মিটিং এর দিন সবাই খেলতে যাবে এ রকম সাহস কেউ দেখাইতে যেন না যায়।’ নৌকার প্রার্থী আরও বলেন, ‘আমার মিটিং এই খেলামেলা দিয়ে চলবে না। জাতীয় খেলা দিনও বন্ধ রাখা যায় না। মানুষ আমাকে চিনে, আমাকে বুঝে। প্রত্যেক মানুষ জানে, খারাপ কাজ বাবুরে দিয়া হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব শিখাই দিয়া গেছেন, মানুষের অধিকার ফিরাই দেয়ার জন্য।’ তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, ‘সবাই কেন্দ্রে যাবেন, গিয়ে ভোট দিবেন। একটা ফলস্ কিংবা মিথ্যা ভোট আমি চাই নন। আমাকে যার ভালো লাগে না, তারা ভোট দিবেন না। কিন্তু কেন্দ্রে অবশ্যই যাবেন, তারপর যাকে খুশি তাকে ভোট দিবেন, আমার আপত্তি নাই। স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর মধ্যে দ্ব›দ্ব নিরসন করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলীও উপস্থিত ছিলেন। স্থানীয়ভাবে প্রভাবশালী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর বিপরীতে আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীসহ চারজন প্রার্থী রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা