আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:১৫

ফতুল্লায় একতারার প্রার্থীসহ সমর্থকদের উপর হামলা

ডান্ডিবার্তা | ২৩ ডিসেম্বর, ২০২৩ | ১০:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে একতারা মার্কা লিবারেল ইসলামিক জোটের প্রার্থী সেলিম আহমেদ ও তার নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় প্রার্থী তার দলীয় নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরনের সময় এ হামলার ঘটনা ঘটে। এতে সেলিম আহমেদসহ তাদের অন্তত ৬জন নেতাকর্মী আহত হয়। লিবারেল ইসলামিক জোটের প্রার্থী সেলিম আহমেদ জানান, একতারা মার্কা পেয়ে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছি। গতকাল শুক্রবারও সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচারনা চালায় এবং লিফলেট বিতরন করি। এদিন বিকেলে কুতুবআইল কাঠেরপুল এলাকায় লিফলেট বিতরনের সময় স্থানীয় আবজাল মিয়া ও তার ছেলে ইমরানসহ অন্তত ২০/২৫জনের একটি দল এসে আমাদের পথরোধ করে। তখন আমাদের দলীয় নেতাকর্মীদের লিফলেট বিতরনে বাধা দেয়। এতে প্রতিবাদ করলে আবজাল ও তার ছেলে ইমরানসহ তাদের লোকজন আমাদের ৬জন নেতাকর্মীকে এলোপাথারী মারধর করতে থাকে। তখন আমাদের নেতাকর্মীদের উদ্ধার করতে গেলে তারা আমাকেও মারধর করে রক্তাক্ত করে দেয়। এসময় খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। ওইসময় পুলিশ দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, তাৎক্ষনিকই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। যারা হামলা চালিয়েছে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা