
ডান্ডিবার্তা রিপোর্ট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আড়াইহাজার আসনের সংসদ সদস্য এবং নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী সরকারী কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজসহ ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল রবিবার আড়াইহাজার আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ জজ ধীমান চন্দ্র মন্ডল এ শোকজ নোটিশ পাঠান। সায়মা আফরোজ ছাড়া নোটিশপ্রাপ্ত অন্য ৪ জন হলেন- আড়াইহাজার উপজেলার সাদারদিয়া এলাকার শফিকুল ইসলাম মেম্বার, দুলাল মিয়া, রামচন্দ্রদী ঋষিপাড়া এলাকার নগরবাসী ও দুলাল। নোটিশে আজ সোমবার আদালতে ডাঃ সায়মা আফরোজকে সশরীরে উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বাকিদের সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডাঃ সায়মা আফরোজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)। নোটিশে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী সরকারী কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজকে জানানো হয়, আপনি বিভিন্ন সময় আড়াইহাজার আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করেছেন। আপনি বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও আপনার নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৭(১) ও এবং ৮৬ অনুচ্ছেদের সাথে সাংঘির্ষক। আপনার উপযুক্ত কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহন করার জন্য মাননীয় নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হইবেনা সে মর্মে আজ সোমবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নং কক্ষে অবস্থিত নি¤œস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনও প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। বাকি ৪ জনকে নোটিশে জানানো হয়েছে, আপনি আড়াইহাজার আসনের জাতীয়পার্টির মনোনীত প্রার্থী আলমগীর সিকদার লোটন এর লাঙ্গল মার্কার কিছু ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন। আপনার এহেন কার্যকলাপ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৭(১)খ অনুচ্ছেদের লংঘন। আপনার উপর্যুক্ত কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহন করার জন্য মাননীয় নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হইবেনা সে মর্মে আজ সোমবার দুপুর ১১ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নং কক্ষে অবস্থিত নি¤œস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাপ্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এদিকে বিষয়ে জানতে চাইলে ডাঃ সায়মা আফরোজ বলেন, আমি শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তা না, আমি একজনের স্ত্রীও। প্রচারে অংশ নিয়েছি সংসদ সদস্যের স্ত্রী হিসেবে। উল্লেখ্য, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর সংশোধনী (২৪-১১-২০১৩) অনুযায়ী, কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারি কোন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাদের কোন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যবহারও করতে পারবেন না। একইভাবে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ (৩) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনো আইন সভার নির্বাচনে অংশগ্রহণ করতে অথবা নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না। এ আইনকে উপেক্ষা করে গত বৃহস্পতিবার উপজেলার দুপ্তারা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সায়মা আফরোজ মিছিল ও গণসংযোগ করেন। ইউনিয়নের বাজবি এলাকা থেকে কালিবাড়ি পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রচার চালান সায়মা। এ সময় নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোটও চান তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯