
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা মানছেন না নির্বাচনী আচরণবিধি। ক্ষমতাসীন দলের প্রার্থীসহ জাতীয় পার্টির প্রার্থীও ভেঙেছেন আচরণবিধি। ইতোমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করার অপরাধে ৪ প্রার্থীসহ তাঁদের অনুসারী ১৫ জনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এই তালিকায় আছেন বর্তমান ৩ সংসদ সদস্য। অন্যরা কমিটির কাছে প্রতিনিধির মাধ্যমে কিংবা নিজে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়ে পার পেলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রূপগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে চিঠি দিয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোয়নপত্র জমা দেওয়ার সময় সমর্থকদের সশস্ত্র মিছিলের ঘটনায় রূপগঞ্জ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেয় আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান। কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ২৯ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী সশস্ত্র কর্মীসহ মিছিল নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। যা নির্বাচনী আচরণবিধির ৬(ঘ), ৮(ক) ও (খ), ১১(ঘ) এবং ১২ এর গুরুতর লঙ্ঘণ। সশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। পরে ১ ডিসেম্বর প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিলেও অনুসন্ধান কমিটির তদন্তে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ‘ভবিষ্যতে নির্বাচনি আচারণবিধি প্রতিপালন করার শর্তে’ সতর্ক করা হয় বস্ত্র ও পাটমন্ত্রীকে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সোনারগাঁ আসনে জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। গত ২ ডিসেম্বর তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীব ও সোনারগাঁ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম যথাক্রমে শামীম ওসমান ও লিয়াকত হোসেন খোকাকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। এছাড়া শামীম ওসমানের অনুসারী এক যুবলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। শামীম ওসমান কমিটির কাছে ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের বলেন, আমি নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, অনেকের মুখে চুনকালি দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করেছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার অধীনে বর্তমান নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন। প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল করার অপরাধে সোনারগাঁ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিচারকদের নিয়ে গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি। গত ২০ ডিসেম্বর আসনটিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম নোটিশটি ইস্যু করেন। নৌকার প্রার্থীকে পাঠানো নোটিশে বলা হয়, গত ১৯ ডিসেম্বর তিনি শতাধিক মোটর-সাইকেলসহ হাজারো নেতা-কর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন, যা যান চলাচলে বিঘœ ঘটায়। প্রার্থীর এ আচরণ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধির ৬(ঘ) ও ৮(ক) সুস্পষ্ট লঙ্ঘণ। কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্দ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া,বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ ও জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়াকে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ থাকলেও আড়াইহাজার বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু ও রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহজাহান ভুঁইয়ার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করছেন তাঁদের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা। নজরুল ইসলাম বাবু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তারা অনুসারী দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল ও শোডাউন করেছেন। এসময় আওয়ামী লীগের এই সংসদ সদস্যের সাথে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেখা গেছে উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানকে। যদিও নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী কোন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় মিছিল বা শোডাউন করতে পারেন না। এছাড়া বিধিমালার ১৪ এর ১ ধারা অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা কোন প্রার্থীর নির্বাচনী কর্মকাÐে যুক্ত হতে পারবেন না। এছাড়া নজরুল ইসলাম বাবুর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তাঁর স্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ ইভা। যদিও দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে। রূপগঞ্জে আচরণবিধি ভঙ্গ করে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিপুল সংখ্যক অনুসারীদের নিয়ে মিছিল করেছেন রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান ভূঁইয়া। উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা এই নেতা মনোনয়নপত্র জমা দেয়ার আগে উপজেলার মঠেরঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল করেন। এ সময় তার অনুসারীরা বাদ্যযন্ত্র বাজিয়ে তার পক্ষে শ্লোগান দেয়। মিছিলের কারণে উপজেলা কার্যালয়ের সামনের সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা। তারা বলছেন শুধু শোকজের মধ্যে শেষ হলে হবে না আরও কঠোর হতে হবে নির্বাচন কমিশনকে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯