আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | ভোর ৫:৫৯

যারা ভোটারদের হুমকি দেয় তারা  আর বিএনপি এক: খোকা

ডান্ডিবার্তা | ২৬ ডিসেম্বর, ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ
ডান্ডিবার্তা রিপোর্ট
সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর কঠিন সিদ্ধান্ত সারা বাংলাদেশে ফেয়ার নির্বাচন হবে। শুধু সোনারগাঁয়ে নয়, পুরো দেশ হবে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন। জনগণের ভোট ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীর মার্কায় দিবে, এটা গ্যারান্টি দিতে বলতে পারি। যারা ভোটারদের ও আমাদের সমর্থকদের হুমকি দিচ্ছে, তারা জানে ওদের ভোট নাই। সেই জন্যই জনগণের মাঝে ভীতি করে ঘরে রাখতে চাইছে। আমি মনে যারা হুমকি ধমকি দিতাচ্ছে তারা আর বিএনপি এক। বিএনপি তো ¯েøাগান দিছে, ভোটাররা ভোটকেন্দ্রে যাইয়েন না। আর ওনারাও বলতাছে, ভোট দিতে গেলে ভয় ভীতি দেখানো হবে। ওই হিসেবে ভয়ভীতি সৃস্টিকারী ও বিএনপি মিল রয়েছে এমন মন্তব্যে করেছেন সোনারগাঁ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। গতকাল সোমবার বিকেলে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আমি কতটুকু উন্নয়ন করতে পেরেছি এটা সোনারগাঁয়ের মানুষ জানে। তাদের সুখ দুঃখে আমাকে কে কতটা পেয়েছে তা সবাই জানে। সোনারগাঁয়ের মানুষ বেঈমান না। তারা তাদের সিদ্ধান্ত নিবে। তারা আমাকে রাখবে না অন্য কাউকে নিবে সেটা তারাই সিদ্ধান্ত নিবে।তিনি আরও বলেন, আমার গত দশ বছরে সবচেয়ে বেশি আনন্দিত আমি সোনারগাঁকে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমার দায়িত্ব পালন করতে পেরেছি। আমার মা বোনেরা আমার জন্য দোয়া করছে অনেকে আমার জন্য রোজা রাখছে, অনেকে তাহাজ্জুদ পড়ে দোয়া করে। এরচেয়ে বেশি পাওয়ার কিছু নেই। আমি সোনারগাঁয়ের মানুষের রায় পেয়ে গেছি। জনগণ আমাকে গত দশটি বছর দেখেছে। আমার প্রতিদ্বন্দি প্রার্থীও এখানে পাঁচ বছর দায়িত্ব পালন করেছে। সে কতটুকু উন্নয়ন করেছে আমি কতটুকু করেছি মানুষ দেখেছে। সোনারগাঁয়ের সবকটি কবরস্থানের রাস্তা আমি ঠিক
করিয়ে দিয়েছি। প্রতিটি কবরস্থানে আমি লাইট লাগিয়েছি, লাশ ঘর করে দিয়েছি। এটা বিরাট পাওয়া। আমি ভাগ্যবান আল্লাহ আমাকে দিয়ে এগুলো করিয়েছে। খোকা বলেন, এই জায়গায় অরাজকতা ছিল। মানুষ সবচেয়ে বেশি চায় শান্তিতে বসবাস করতে। আমি সেটাই করতে চেষ্টা করেছি। আমি সবাইকে ভাই বন্ধু হিসেবে নিয়ে বেঁচে থাকতে চাই। আমার প্রতিপক্ষের অনেকে বলত খোকার কোন ভোট নেই। জাতীয় পার্টির কোন সংগঠন নেই। আজকে বলি, আমার ভাল ইমেজ না থাকলে তারা আমাদের পেছনে দৌড়াচ্ছে কেন। আমার প্রতিটি নেতাকর্মী এই এলাকায় ফ্যাক্টর। আমি ধন্যবাদ জানাই সরকারকে ও নির্বাচন কমিশনারকে। এখন পর্যন্ত যে পরিবেশ আছে তা সন্তোষজনক। তিনি আরো বলেন, এটি লজ্জার ব্যাপার। অন্যের বাড়িতে গিয়ে হাত দিচ্ছে। আমার নাকি নেতাকর্মীই নেই। তাহলে আমাদের নেতাকর্মীদের পেছনে দৌড়াচ্ছেন কেন। সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা
দিয়েছেন। সারা বাংলাদেশে ফেয়ার নির্বাচন হবে। জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে।



Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা