আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:২৭

গোগনগরে কাশেম স¤্রাট ও রানার জমজমাট মাদক ব্যবসা

ডান্ডিবার্তা | ২৭ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের সৈয়দপুরে মাদকের বড় রকমের ব্যবসা চলছে। বিভিন্ন স্থানে হরদম মাদক বেচাকেনা চলছে। এলাকার তরুণরা মাদকাসক্ত হয়ে পড়লেও এ কারবার নিয়ন্ত্রনের বাইরেই রয়ে গেছে। মাদক ব্যবসা ঘিরে হত্যাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড চলছে নিয়মিত। অভিযোগ আছে, পুলিশকে ম্যানেজ করে সৈয়দপুর, চর সৈয়দপুর, মাদবর বাড়ীসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে দুর্ধর্ষ অপরাধী নিহত দৌলত মেম্বারের ছেলে কাশেম স¤্রাট ও রানা বাহিনী। কমপক্ষে ২০টি স্পটে প্রকাশ্যে মাদকদ্রব্য সাপ্লাই দিচ্ছে তারা। কাশেম স¤্রাট ও রানার সহযোগীদের মধ্যে রয়েছে কাদির, শরীফ, বাবু, মহসিন, সাইফুল ও ফয়সাল। এদের মধ্যে কাদির মাদক বিক্রির অপরাধে কিছুদিন আগে পুলিশের হাতে আটক হয়। ছাড়া পেয়েই পুনরায় মাদক বিক্রি শুরু করে সে। এছাড়া, কাশেম ও স¤্রাটের মাদকের মূল বিক্রেতা হলো শরীফ। প্রত্যেকটা স্পটে মাদক সাপ্লাই, মাদক বিক্রির টাকা উঠানোই শরীফের কাজ। অন্যরা তাদের হয়ে মাদক বিক্রি করে বলে জানায় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চর সৈয়দপুর ও আশেপাশের এলাকায় কমপক্ষে ২০টি স্পটে ফেনসিডিল, মদ, গাঁজা ও ইয়াবার বিক্রি হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ডিবি পুলিশের সাথে নাকি মাসিক চুক্তি করে মাদক ব্যবসা চালাচ্ছে কাশেম স¤্রাট ও রানা। এলাকার লোকমুখে প্রচলিত আছে, এখানে মাদকের এমন বড় চালান আসে যে মাদক বিক্রির টাকা হাতে গণনা করা যায় না, মেশিনে গুনতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সৈয়দপুর এলাকায় হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলে সয়লাব হলেও এগুলো দেখার কেউ নেই। যারা বন্ধ বা প্রতিরোধ করবে তারাই এ ব্যবসায়ীদের সাথে জড়িত হয়ে নিরব ভুমিকা পালণ করছে। এ মরণনেশা মাদকে দিন দিন এলাকার তরুণরা আসক্ত হচ্ছে। তারা জানান, মাদক বিক্রেতা ও সেবনকারীদের উৎপাতে এলাকায় প্রতিনিয়ত বাড়ছে চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। পুলিশ মাঝে মাঝে অভিযান চালিয়ে ২/১জনকে গ্রেফতার করলেও ধরা ছোয়ার বাইরে থাকে কাশেম স¤্রাট ও রানাসহ তাদের সহযোগীরা। ফলে মাদক বিক্রি বন্ধের পরিবর্তে দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত যুবক ও তরুণরা যোগ দিচ্ছে মাদক সেবন ও মাদক বিক্রিতে। এলাকার সচেতন মহলের মতে, তরুণ ও যুবসমাজকে বাচাঁতে দ্রæত দৌলত মেম্বারের কু-পুত্র কাশেম স¤্রাট ও রানা সহ তাদের বাহিনীর সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। এ বিষয়ে তারা, সদর-বন্দর আসনের এমপি একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা