
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের সৈয়দপুরে মাদকের বড় রকমের ব্যবসা চলছে। বিভিন্ন স্থানে হরদম মাদক বেচাকেনা চলছে। এলাকার তরুণরা মাদকাসক্ত হয়ে পড়লেও এ কারবার নিয়ন্ত্রনের বাইরেই রয়ে গেছে। মাদক ব্যবসা ঘিরে হত্যাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড চলছে নিয়মিত। অভিযোগ আছে, পুলিশকে ম্যানেজ করে সৈয়দপুর, চর সৈয়দপুর, মাদবর বাড়ীসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে দুর্ধর্ষ অপরাধী নিহত দৌলত মেম্বারের ছেলে কাশেম স¤্রাট ও রানা বাহিনী। কমপক্ষে ২০টি স্পটে প্রকাশ্যে মাদকদ্রব্য সাপ্লাই দিচ্ছে তারা। কাশেম স¤্রাট ও রানার সহযোগীদের মধ্যে রয়েছে কাদির, শরীফ, বাবু, মহসিন, সাইফুল ও ফয়সাল। এদের মধ্যে কাদির মাদক বিক্রির অপরাধে কিছুদিন আগে পুলিশের হাতে আটক হয়। ছাড়া পেয়েই পুনরায় মাদক বিক্রি শুরু করে সে। এছাড়া, কাশেম ও স¤্রাটের মাদকের মূল বিক্রেতা হলো শরীফ। প্রত্যেকটা স্পটে মাদক সাপ্লাই, মাদক বিক্রির টাকা উঠানোই শরীফের কাজ। অন্যরা তাদের হয়ে মাদক বিক্রি করে বলে জানায় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চর সৈয়দপুর ও আশেপাশের এলাকায় কমপক্ষে ২০টি স্পটে ফেনসিডিল, মদ, গাঁজা ও ইয়াবার বিক্রি হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ডিবি পুলিশের সাথে নাকি মাসিক চুক্তি করে মাদক ব্যবসা চালাচ্ছে কাশেম স¤্রাট ও রানা। এলাকার লোকমুখে প্রচলিত আছে, এখানে মাদকের এমন বড় চালান আসে যে মাদক বিক্রির টাকা হাতে গণনা করা যায় না, মেশিনে গুনতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সৈয়দপুর এলাকায় হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলে সয়লাব হলেও এগুলো দেখার কেউ নেই। যারা বন্ধ বা প্রতিরোধ করবে তারাই এ ব্যবসায়ীদের সাথে জড়িত হয়ে নিরব ভুমিকা পালণ করছে। এ মরণনেশা মাদকে দিন দিন এলাকার তরুণরা আসক্ত হচ্ছে। তারা জানান, মাদক বিক্রেতা ও সেবনকারীদের উৎপাতে এলাকায় প্রতিনিয়ত বাড়ছে চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। পুলিশ মাঝে মাঝে অভিযান চালিয়ে ২/১জনকে গ্রেফতার করলেও ধরা ছোয়ার বাইরে থাকে কাশেম স¤্রাট ও রানাসহ তাদের সহযোগীরা। ফলে মাদক বিক্রি বন্ধের পরিবর্তে দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত যুবক ও তরুণরা যোগ দিচ্ছে মাদক সেবন ও মাদক বিক্রিতে। এলাকার সচেতন মহলের মতে, তরুণ ও যুবসমাজকে বাচাঁতে দ্রæত দৌলত মেম্বারের কু-পুত্র কাশেম স¤্রাট ও রানা সহ তাদের বাহিনীর সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। এ বিষয়ে তারা, সদর-বন্দর আসনের এমপি একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯