
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যেই নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সারা দেশে নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। বিএনপি সহ কয়েকটি বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও এই নির্বাচন অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার বেশি উৎসবমুখর এবং প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হচ্ছে। অন্তত ২০০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে বলে সারা দেশের নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তথ্য থেকে জানা গেছে। আর এরকম একটি বাস্তবতায় আওয়ামী লীগের অন্তত এক ডজন হেভিওয়েট প্রার্থী এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তারা আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হতে পারেন বা তাদের জয়ী হওয়ার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যে, কাউকে জিতিয়ে আনার দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। কোনো হেভিওয়েট প্রার্থী যদি নির্বাচনে নিজের যোগ্যতায় জয়ী হতে না পারে তাহলে তার পরাজয়ের দায়িত্ব তাকেই নিতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বেশ কিছু আসনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের শোচনীয় পরাজয় হতে পারে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। যে সমস্ত নির্বাচনী আসনে আওয়ামী লীগের প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন তার মধ্যে রয়েছে; আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ। তিনি ফরিদপুরের একটি আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন এবং এই আসনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর সঙ্গে তার হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জিং লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ফরিদপুরের আরেকটি আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতাও চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়ামের আরেক সদস্য কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জের একটি আসনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই আসনে তার জয়ী হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে বলেও বিভিন্ন সূত্র গুলো জানাচ্ছে। মাদারীপুরে একটি আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সোবহান গোলাপ স্বতন্ত্র প্রতিদ্ব›দ্বীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই আসনটিতেও তাকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। চাঁদপুরের একটি আসনে শিক্ষামন্ত্রী দীপু মনিও শক্তিশালী চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই আসনে দীপু মনিকে জয়ী হতে হলে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বলে অনেকেই ধারণা করছেন। এছাড়া ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সানজিদা খানমের আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী চোখ রাঙাচ্ছেন। এইভাবে হিসেব করে দেখা গেছে যে অন্তত ২৫টি আসনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ প্রার্থীরা আগামী ভোটে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন এবং এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারবেন কি না তা নির্ভর করবে ৭ জানুয়ারি ভোটের ওপর। তবে ১২টি আসনে আওয়ামী লীগের পরিচিত গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন যারা এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছেন। তাদের জয় নিয়ে তৈরি হচ্ছে বড় ধরনের অনিশ্চয়তা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯