আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৯:৩৯

এবারের নির্বাচন শেখ হাসিনার নির্বাচন: সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ২৮ ডিসেম্বর, ২০২৩ | ৮:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদর-বন্দর আসনের জাতীয় পার্টির লাঙ্গলের পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের উঠান বৈঠকে তিনি বলেন, এবারের নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন। এবারের নির্বাচন শেখ হাসিনার নির্বাচন। একটা কথা মনে রাখবেন দল বলে কিছু নাই অন্তত আমার জন্য। সারা বাংলাদেশে এমনটা হয় নাই সেটা আমার গত মিটিংয়ে হয়েছে শুধু আওয়ামী লীগ না বিএনপির লোকেরা এসে আমাকে সমর্থন দিয়েছেন এবং তারা বলেছেন বিএনপির লোকেরা এসে ভোট দিবে। আপনেরাও তা দেখেছেন। একটা কথা বলবো মানুষকে ভালোবাসবেন মানুষের ভালোবাসা পাবেন। মানুষকে ভালোবাসবেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন। ভোটাধিকার আপনাদের অধিকার। ভোট প্রয়োগ করবেন নিজেদের ভোটাধিকার অধিকার আদায় করবেন। গতকাল বুধবার নাসিক ১৪নং ওয়ার্ডের শফিউদ্দিন প্রধানের আয়োজনে অনুষ্ঠিত এ উঠানে বৈঠকে তিনি উক্ত কথা বলেন। সেলিম ওসমান বলেন, মেয়রের সাথে আমি কথা বলেছি নির্বাচনের পর আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে সমস্যা শুনবো। আমি এবার নির্বাচনের প্রচারণায় প্রত্যেকটা ইউনিয়নে গেয়েছি। মানুষ আমার কথা শুনেছে। আপনেরা ভয় পাবেন না এবার আমরা নারায়ণগঞ্জকে সবাই মিলে একটা শান্তির জায়গা বানাবো। শুধু জাতীয় পার্টিই না, নারায়ণগঞ্জে যত আওয়ামী লীগের লোক আছে সবাই আমার জন্য কাজ করছে। সেলিম ওসমান আরো বলেন, যারা নাকি বাসে ট্রেনে আগুন দেয়। মায়ের কোলে বাচ্চা শিশু সহ আগুনে পুড়ে মরে তারা কি করছে লিফলেট বিতরণ করছে তারা বলছে ভোট দিতে যাবেন না। আর আমরা বলছি আপনেরা ভোট দিবেন ভোটাধিকার আপনাদের অধিকা। যতদিন শেখ হাসিনা আছে ততদিন বাংলাদেশ আছে, বাংলাদেশের উন্নয়ন আছে। ভোট দিতে যাবার অনুরোধ জানিয়ে সেলিম ওসমান বলেন, আপনেরা আগামী ৭ তারিখ ভোট কেন্দ্রে যাবেন।আমি তো মানুষ। আমি শয়তান না। আমি জানি না আমার পক্ষে কয়জন ভোটে দাঁড়িয়েছি। আমাদের মুক্তিযুদ্ধরা না বলেই যুদ্ধে চলে গেছেন। কোন একজন বলেছেন আমরা আমরা নাকি নির্বাচন করছি।গতবার তাদের কয় জন নির্বাচন করেছেন জিতেও ছিলেন কিন্ত পরে আর তারা যান নাই। তাই আপনাদের কাছে অনুরোধ আপনেরা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন। সকলের কাছে হাতজোড় করে বলবো আপনেরা ভোট দিতে যাবেন। ভোট দিবেন। আবারো আমাদের প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করে পুনরায় ক্ষমতায় আনবেন। আমরা সবাই ভোট দিবো। আমরা এই স্বাধীন দেশের নাগরিক আমরা একটা সিল দিয়ে ভোট দিবো আমাদের অধিকার আমরা পালন করবো। এসময় উঠান বৈঠকে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক  এড.মাহমুদা মালা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ড.শিরীন বেগম কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি সানাউল্লাহ সানু, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, হোশিয়ারী সমিতির চেয়ারম্যান নাজমুল আলম সজল, এড.বিদ্যুৎ কুমার, রিপন প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা