আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৯:৫৩

আন্দোলন জমাতে ব্যর্থ বিএনপি

ডান্ডিবার্তা | ২৮ ডিসেম্বর, ২০২৩ | ৮:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনের লক্ষ্য হিসেবে দীর্ঘ ২ মাস যাবৎ হরতাল-অবরোধ পালন করছে ক্ষমতার বাহিরে থাকা দল বিএনপি। এরই মাঝে চারদিনের ‘অসহযোগ’ আন্দোলনের ডাক দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা পরবর্তীতে প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়েছে বিএনপির যুগ্ম মহা-সচিব রুহুল কবির রিজভী। জানা গেছে, আন্দোলন ঘোষণা এসেছিলো ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত কিন্তু ২১ ডিসেম্বরে কোন আন্দোলনের নমুনা দেখা যায়নি সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে। কিন্তু পরেদিন ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে ‘অসহযোগ’ আন্দোলনের নামে লিফলেট বিতরণ করতে দেখা গেলেও সর্বশেষ সর্বাত্মক অবরোধে বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি বললেও চলে সেই বিগত দিনের ন্যায় ঝটিকা মিছিলেই সমীবদ্ধ হতে দেখা গেছে দলের নেতাকর্মীদের। এদিকে জেলা বিএনপি, মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি আন্দোলনে শুধু নির্দেশনা দিয়ে গুটি কয়েকজন নিয়ে ভোর সকালে অনেকেই ঝটিকা মিছিল পালন করেছে এমন করে ভীত আন্দোলনে এই নির্বাচন বর্জন করা যাবে না বলছে বিএনপির কর্মী সমর্থকরা। এটাকে কোন ধারাতে ‘অসহযোগ’ আন্দোলন এটাই প্রশ্ন কর্মীদের। জানা গেছে, এই আন্দোলন করতে গিয়ে আন্দোলনের কৌশল বারবার মুখ থুবড়ে পড়ছে বিএনপির। বিএনপির আন্দোলন কি লক্ষ্যে, কোন বিষয় অর্জনের জন্য এ নিয়ে এখন নেতারাই বিভ্রান্তিতে পড়ছেন। নেতাকর্মীদের দাবি, ‘অসহযোগ’ আন্দোলণ করতে হলে প্রথমে মূল নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের নেতৃত্বে রাজপথে একত্রিত হতে হয়ে জমায়েত সৃষ্টি করতে হবে বলছে নেতাকর্মীরা। কিন্তু তা না করে ‘অসহযোগের’ নামে লিফলেট বিতরণ বা আত্মগোপন থেকে কিছু সময়ের জন্য বের হয়ে কোন রকম ঝটিকা মিছিলের ফটোসেশন করে আবারো আত্মগেপানে চলে যাওয়াকে ‘অসহযোগ’ আন্দোলন বলা যায় না। বর্তমানে বিএনপির কর্মীরা কি হবে, কি হবে না এটা নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব রয়েছে আর এর ফলে নেতাকর্মীরা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। তাছাড়া বিএনপির আরো অনেক নেতাকর্মী এখন বলে বলে যাচ্ছে এই নির্বাচন বিএনপির পক্ষে ঠেকানো সম্ভব না কারণ দীর্ঘদিন আত্মগোপনে থাকার কারণে বিএনপির নেতাকর্মীরা আবারো ঝিমিয়ে পরেছেন। আবারো তাদের রাজপথে ঐক্যবদ্ধ হতে হলে একটা বড় জমায়েত জরুরী যা এই মুহূর্তে নির্বাচনের আগে করা সম্ভব না। তাহলে কি বিএনপি আবারো পিছিয়ে পরবে এমনটাই বলছে, সাধারণ জনগণ। সূত্র বলছে, অসহযোগ আন্দোলন ঘোষণার পরে নারায়ণগঞ্জ বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীদের দেখা যায় নিজ নিজ এলাকায় লিফলেট বিতরণ করতে। কিন্তু মাঠের কর্মীদেরকেও অসহযোগের জন্য কি করতে হবে এই প্রশ্ন উঠেছে। তাছাড়াও জেলা বিএনপির কাউকে এই অসহযোগের লিফলেট বিতরণে বা একদিনের অবরোধে দেখা যায়নি। এছাড়া গত ২৮ অক্টেবরের পর থেকে হরতাল-অবরোধে দেখা যায়নি তাদের কিন্তু গত ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় র‌্যালী পালন করার পর থেকে আবারো নিষ্ক্রিয় হয়ে পরেছেন। এদিকে সাধারণ জনগণ বলছে, অসহযোগ আন্দোলন করার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, জনগণের যে উত্তাপ দরকার সেই উত্তপ্ত পরিস্থিতি নেই। যেহেতু নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন সেদিকে লক্ষ্য রেখেই বিএনপিকে আন্দোলন করতে হবে এখানে কোন রকমের লিফলেটে বা ঝটিকা মিছিলের মাধ্যমে অবরোধ পালন করে কোন কাজ হবে না বলছে কর্মী ও সাধারন জনগণ। এদিকে দীর্ঘদিন যাবৎ বিএনপি নেই কোন আন্দোলনে তা ছাড়া বর্তমানে দেশে যে নাশকতা দেখা মিলছে যাকে ঘিরে বিএনপির উপর থেকে অনেক সাধারণ জনগনের আস্থা ও উঠে যাচ্ছে। তাছাড়া বিএনপির নেতাকর্মীরা ইতিপূর্বের হরতাল-অবরোধ পালনে নানা মামলায় জর্জরিত হয়ে পরেছেন। যার কারণে আত্মগোপনে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে এখনো আত্মগোপন ছেড়ে রাজপথে আসতে পারছে না জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপির নিবার্হী কমিটির সদস্য মেস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির নিবার্হী কমিটির সদস্য কাজী মনিরুজাম্মান মনির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যপক মামুন মাহমুদ। এরা কেউ ইতিমধ্যে ‘অসহযোগ’ আন্দোলনের নামে রাজপথে আসেনি যার কারণে বর্তমানে কেউ রাজপথে আসতে চাচ্ছে না। এছাড়া ও তাদের কারণে সকল থানার নেতারা ও রাজপথে নামছে না যাকে ঘিরে ওয়ার্ড, ইউনিয়নের নেতারা ও নামছে না। যার কারণে কিছু অঙ্গসংগঠনের নেতাদের দিয়েই কোন রকম আন্দোলনের ঘাট ধরে রাখার লড়াইয়ে আছে বিএনপি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা