
ডান্ডিবার্তা রিপোর্ট গত ১৫ বছরে ব্যাপক পরিবর্তন হয়েছে রাজধানীর লাগোয়া রূপগঞ্জ উপজেলার। এই উপজেলাতে নতুন উপশহর পূর্বাচলেরও একটি অংশ রয়েছে। ফলে এবারের নির্বাচনে রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রূপগঞ্জ আসনটি খুবই গুরুত্বপূর্ণ। রূপগঞ্জের এই বদলে যাওয়ার পেছনে ভ‚মিকা রয়েছে এই এলাকার টানা তিনবারের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর। স্থানীয়দের দাবি, বিগত এক যুগে নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি। স্থানীয়দের ভাষ্য, পূর্বাচল উপশহর প্রকল্পের কারণে বদলে গেছে রূপগঞ্জের চালচিত্র। এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, তরুণ-যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিনোদন কেন্দ্র নির্মাণসহ নানা কারণে এখানে বসতি গড়ছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা। এসব কারণে গত কয়েক বছরে এই অঞ্চলের জমি দামও বেড়েছে কয়েকগুন। ফলে দেশের শীর্ষস্থানীয় আবাসন ব্যবসায়ীদের নজর এখন রূপগঞ্জে। এই আবাসন ব্যবসায়ীদের কাছে অনেকটা অসহায় এখানকার বাসিন্দারা। রাতের আঁধারে মাটি ফেলে কৃষিজমি, ঘরবাড়ি দখলের অনেক ঘটনার উদাহরণ রয়েছে এখানে। গোলাম দস্তগীর গাজী সমর্থকদের দাবি, নিজের নির্বাচনী এলাকায় মানুষের স্বার্থে এইসব ভ‚মিদস্যুদের বিরুদ্ধে জোরালো অবস্থান ছিল তাঁর। ফলে এবারের নির্বাচনে এই ভ‚মিদস্যুদের ‘পথের কাঁটা’ তিনি। তাকে হটাতে এবার ‘গাজী ঠেকাও’ মিশনে তারা। কৌশল হিসেবে গাজীর বিরুদ্ধে একাধিক প্রার্থীকে দাঁড় করিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ মন্ত্রী গাজী নিজেও। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েও তাকে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ তাঁর। তিনি বলছেন, ‘ভ‚মিদস্যুরা পুতুল এমপি বানিয়ে’ রূপগঞ্জকে দখল করতে চায়। গত মঙ্গলবার মুড়াপাড়ায় প্রচারণার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার প্রতিপক্ষরা ভ‚মিদস্যুদের পৃষ্ঠপোষকতায় তাদের অর্থে নির্বাচনে নেমেছে। ভ‚মিদস্যুরা ওই প্রার্থীদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছেন। তারা একজন পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জকে দখল করতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমি ভ‚মি রক্ষার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেছি এবং ভ‚মিদস্যুদের বিরুদ্ধে সক্রিয় ভ‚মিকা রাখছি। কিন্তু ভ‚মিদস্যুরা এতই ক্ষমতাবান যে তারা প্রশাসনকে পর্যন্ত হার মানিয়ে দেয়। ভ‚মিদস্যুরা তাদের সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। ৩০০ থেকে ৪০০ জনকে তারা প্রতিমাসে ১০ হাজার টাকা করে দেয়। তারা অন্যের জমি দখল করে, জমির মালিককে আঘাত করে, তার বিরুদ্ধে মামলা দেয়। এইভাবে হাজারো মানুষকে নাজেহাল করে তারা সবগুলো জায়গা দখল করতেছে।’ এদিকে, গোলাম দস্তগীর গাজীর এই মন্তব্যের প্রভাব পড়েছে রূপগঞ্জের সাধারণ ভোটারদের উপর। তারা পুনরায় ভ‚মিদস্যুদের আগ্রাসনের আতঙ্কে ভুগছেন। স্থানীয়রা বলছেন, গোলাম দস্তগীর গাজী স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকায় অনেকটায় সংযত ছিল ভ‚মিদস্যুরা। তাকে সরাতে পারলে রূপগঞ্জ ভ‚মিদস্যুদের কবলে চলে যাবে। এতদিন যেসব জমি রাতের আঁধারে ভরাট হতো সেই কার্যক্রম আগামী প্রকাশ্যে দিবালোকে হওয়ার আশঙ্কা করছেন তারা। স্থানীয় লোকজন জানান, গত ১৫ বছর আগে যখন গোলাম দস্তগীর গাজী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেন তখন অনেকটায় অবহেলিত জনপথ ছিল এই রূপগঞ্জ। সেই ‘মফস্বল’ রূপগঞ্জকে আজকে দেশের সবচেয়ে আধুনিক শহরে রূপান্তর করেছেন তিনি। তাঁর রাজনীতির এই দীর্ঘ পথচলা কখনো সহজ ছিল না। রাজনৈতিক বিরোধীতার পাশাপাশি তাঁকে লড়তে হয়েছে দেশের শীর্ষ ‘ভুমিদুস্যদের’ বিরুদ্ধে। প্রবল ক্ষমতাশালী ‘গণশত্রæদের’ সাথে আপোস করেননি কখনো। এমনকি তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রতিক‚লতার সম্মুখীন হতে হয়েছে তাকে। প্রতিবার জাতীয় সংসদ নির্বাচন এলে অদৃশ্য শত্রæর পাশাপশি তাঁকে লড়তে হয় প্রকাশ্য রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও। এবারও তার ব্যতিক্রম নয়। তবে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনে কখনও ভুল করেননি এখানকার স্থানীয়রা। এবারও তারা ভুল করবেন না বলে মত গোলাম দস্তগীর গাজী সমর্থকদের। এমনটাই আশা করেন পুনরায় আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হওয়া গোলাম দস্তগীর গাজীও। তিনি বলেন, ‘আমি সবসময় এই রূপগঞ্জবাসীর কাছে ছিলাম, আগামীতেও থাকবো। এর প্রতিদান হিসেবে রূপগঞ্জবাসী পূর্বেও আমাকে নির্বাচিত করেছে, আগামীতেও করবে। ভ‚মিদস্যুরা কখনই তাদের উদ্দেশ্যে সফল হবে না। জনগণই তাদের বিরুদ্ধে রায় দিবে।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯