
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ এত ধনীর শহর কিন্তু কি কারণে তারা (ব্যবসায়ীরা) মানবতার সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। এগুলো আপনারা সবাই জানেন। এখানে যদি আমি জড়িত না থাকতাম তাহলে অনেকেই সহযোগিতা করতো। আমি অনুরোধ করবো, সকল ভয়-ভীতিকে অতিক্রম করে আল্লাহকে ভয় পেয়ে মানব সেবায় এগিয়ে আসতে। তিনি আরো বলেন, ভয় নারায়ণগঞ্জের মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখনো যদি জেগে না উঠেন তাহলে আগামী ৫ বছর কি করবেন আপনারাই জানেন। আমি আপনার সাথে ২০ বছর যাবৎ আছি। শহরের মানুষদের জাগাতে জাগাতে ক্লান্ত হয়ে গেছি। আমি জানি না কত পারবো। নিজেদের জন্য জাগতে হবে নিজেদের প্রয়োজনে। যে নিজে জাগে, তার সাথে ১০ জন দাঁড়ায়। এবং সেই কাজটাই আপনারা করেন। তবে আপনাদের পাশে আছি। সোচ্চার হয়ে থাকবো। আপনাদের সেবাই করতে থাকবো। মার-টাইর যাই খাই না কেন শহর ছেড়ে যাওয়ার জায়গা নাই। কারণ এটাই জন্মস্থান। আমি আপনাদের পাশে থেকে শত বিপদের মাঝেও দাঁড়িয়ে থাকতে চাই, পাশে থাকতে চাই। এই দেশের আলো-বাতাস খেয়ে বড় হচ্ছি। দেশের প্রতি এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে দেওভোগের নগর স্বাস্থ্যকেন্দ্রে কিডনী ডায়ালাইসিস সেন্টারে শয্যা বৃদ্ধি ও প্যাথলজিক্যাল ল্যাবের কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ৯ বেডের কিডনী ডায়ালাইসিস সেন্টারের শয্যা বাড়িয়ে ১৫টি করা হয়েছে। আমরা আইসিইউ করার কথা ভাবছি। একটি হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপ দেয়ার জন্য যা যা প্রয়োজন সবই করা হবে। সিটি করপোরেশন চিন্তা করবে কিভাবে কি করা যায়। পাশাপাশি এখানে যে কার্যক্রম সচল ছিল তা অব্যাহত থাকবে। একটি বøাড ব্যাংক করার কথা ছিল, সেটাও এখানে হবে। আইভী বলেন, ২০০৩ সালে যখন পাশ করে আসলাম, তখন নারায়ণগঞ্জবাসীর চাহিদা ছিল ড্রেন ও রাস্তা করে দেয়া। এরপর ৮বছর পৌরসভায় ড্রেন আর রাস্তাই করেছি। ২০১১ সালের নির্বাচনে অনেক সময় আমাকে ‘ড্রেন আইভী’ ও বলা হয়েছে। কারণ এমন কোনো অলিগলি ছিল না যেখানে ড্রেন ও রাস্তা করিনি। পরবর্তিতে সিটি করপোরেশন হওয়ার পর তখনও সিদ্ধিরগঞ্জ ও নদীর ওইপাড়ের মানুষের চাহিদা ছিল রাস্তা ও ড্রেন। ৪ বছর এসব এলাকায় বড়বড় রাস্তা ও ড্রেন করেছি। আমি খুব কমই সময় পেয়েছি মানবিকভাবে অন্যান্য কাজ করার জন্য। এরপরও ৪টি আউট-ডোর হাসপাতাল করেছি। বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের ৬ তলা হাসপাতালটি সোনার বাংলা ফাউন্ডেশনকে দিতে চাচ্ছি। পাশের একটি ভবনে নার্সিং ইনস্টিটিউট করছি। কারণ আমাদের নিজেদের নার্স কম এবং জাপানে লোকবল পাঠাবো। তিনি আরও বলেন, দুবাই, আমেরিকা, কানাডাতে নারায়ণগঞ্জের প্রচুর ভাইদের বাড়িঘর আছে। তাদেরও এই শহরের প্রতি দায়বদ্ধতা আছে। তাদের অনুরোধ করবো, সহযোগিতা করার জন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন, সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার ও অবসরপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিইও মোহাম্মদ জাকির হোসেন, নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মনিরজ্জামান মনির, শাহীন মিয়া, নারী কাউন্সিলর শাওন অংকন ও সনিয়া সাউদ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯