
ডান্ডিবার্তা রিপোর্ট আওয়ামীলীগের নির্বাচনী উৎসবে নতুন মাত্রা যোগ হয়েছে আগামী ৪ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জে আগম এবং জনসভা। দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে আসবেন দলীয় প্রধান। তার আজমকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব উঠেছে। প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইতিহাসের সব চেয়ে বড় সমাবেশ করার ইচ্ছে প্রকাশ করেছে দলটির নেতারা। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর আজমকে ঘিরে প্রস্তুতি সভা এবং নানা প্রচারণা শুরু হয়েছে। আগামী ৪ জানুয়ারীর পূর্ব নির্ধারিত সব কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগের নেতারা। আজ লিংক রোড সংলগ্ন নাম পার্কে প্রস্তুতি সভা ডেকেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। এই সমাবেশের মধ্য দিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে আওয়ামীলীগের শক্তি জানান দিতে চাচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে জেলা বাসীর জন্য উপহার হিসেবে মেট্রোরেল দাবি করবেন। ইতোমধ্যে সাংসদ শামীম ওসমান তার ইচ্ছের কথা প্রকাশ করেছেন। শামীম ওসমানের মতে, নারায়ণগঞ্জে আল্লাহ‘র হুকুমে রাস্তাঘাট করা হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, পলিটেকনিক্যাল হচ্ছে, আইটি ব্যাসড ইউনিভার্সিটি হচ্ছে। আমাদের আর ঢাকা যাওয়া লাগবে না। এই সকল কাজে ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা খরচ হবে। আরও একটি কাজ করার দরকার আছে বলে আমি মনে করি। আটাতে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা খরচ হবে। কিন্তু এতকিছু করার পর চোখে তো লজ্জা লাগে। এত কিছু পাবার পর চাইতে লজ্জা লাগে। তবে মার কাছে আবদার করার লাগে। যেদিন নেত্রী এখানে আসবে আর লক্ষ লক্ষ মানুষের ঢল হবে। নেত্রী ভাববেন যে, নারায়ণগঞ্জবাসী একাগ্রচিত্তে আমাকে কতটেই না ভালোবাসে। আমার বলতে লজ্জা লাগে। তখন আমাদের মধ্য থেকে একজন উঠে আসবে। আমি বলবো এই, চুপ থাকেন চুপ থাকেন। এমন নাটক করতে হয়। আমি বলবো আমাদের কোন দাবি নাই। ঠিক তখনই তার কানের কাছে গিয়ে আবদার করতে হবে, আপা আমাদের মেট্রোরেল হয়ে গেলে ভালো হয়। যদি ফতুল্লার মানুষরা গোরস্থান থেকে চাষাঢ়া পর্যন্ত ভিড় করে যে, মন্ত্রীর গাড়ি বের হতে পারছে না। তাইলে মনে রাখবেন, ৭ তারিখের পর প্রথম দিন দায়িত্বে আসলে যে সইটা দিবেন উনি, সেটা হবে মেট্রোরেলের জন্য।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯