
ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার প্রধান সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘নির্বাচনকালীন সময়ে এই ধরনের সহিংস ঘটনায় গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’ তবে রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার ঘনিষ্ঠ অনুসারী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ৪০ মামলার আসামি সন্ত্রাসী মোশারফ হোসেন ও তাঁর বাহিনী নিয়ে হামলা করেন। রূপগঞ্জ আসনে আবারও নৌকার প্রার্থী হয়েছেন আসনটিতে নির্বাচিত তিনবারের সংসদ সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী। রূপগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, মোশাররফ হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ ৪০টিরও বেশি মামলা রয়েছে। ‘মোশা বাহিনী’ নামে রূপগঞ্জে তাঁর একটি সক্রিয় বাহিনী রয়েছে। কয়েক মাস আগে পুলিশের ওপর হামলা চালিয়ে মোশাররফ আলোচনায় আসেন। পরে তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হন। স¤প্রতি জামিনে বের হয়েছেন। স্থানীয় লোকজন জানান, জামিনে বের হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন মোশারফ ও তাঁর সহযোগীরা। গত শুক্রবার দিনভর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এদিকে, হামলার ঘটনায় নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। নৌকার প্রার্থীর পক্ষে তাঁর প্রস্তাবকারী মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ লিখিত অভিযোগ দেন। অপরদিকে নৌকার ক্যাম্পে হামলার ঘটনায় গত শুক্রবার রাতে তাৎক্ষনিক প্রতিবাদ সভা ও মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য এমএ করিম পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ ও তার বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দিয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। তাদের দ্রæত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯