আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৫০

আলোর মুখ দেখছে না বিএনপি!

ডান্ডিবার্তা | ০১ জানুয়ারি, ২০২৪ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে নারায়ণগঞ্জ বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। আন্দোলনকারী দলগুলোর দাবি না মেনে ইতিমধ্যে নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার ও নির্বাচন কমিশন। এমনকি সরকারী দলসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে আন্দোলন জোরালো করতে আরো কঠোর কর্মসূচি দিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ঘোষণা করেছে দলটি। তবে চলমান দাবি আদায়ের আন্দোলনে হরতাল-অবরোধে সাড়া না মিললেও অসহযোগ কর্মসূচি কতোটা সফলতা পাবে তা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের? নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ারী আগামি ৭ জুন দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে জানা গেছে, টানা আন্দোলনের পর দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন করে এবার ‘অসহযোগ’ আন্দোলনের ডাক দিলেও তা বাস্তবায়ন নিয়ে বিএনপির কেন্দ্র আর তৃণমূল পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। দলটির কেন্দ্র আশাবাদী হলেও পুলিশি তৎপরতা আর দলের নেতারা মাঠে না থাকায় তৃণমূলের নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়ন করা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সরকারকে ‘অসহযোগিতা’ করার আহŸান জানানোর পর দলটির নেতাকর্মীরা এমন শঙ্কা প্রকাশ করেছেন। তবে, বিএনপি নেতাদের দাবি-তারা মাঠে ছিলেন। হয়তো কেউ গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিলেও পরবর্তীতে তারা মাঠে নেমেছেন।এদিকে, অসহযোগ আন্দোলন বাস্তবায়নে জনসম্পৃক্তা আনতে জনগনের মাঝে লিফলেট বিতরনের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। এর আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ১১ দফায় ২২ দিন অবরোধ এবং চার দফায় পাঁচ দিন হরতাল কর্মসূচি পালন করেছে। প্রসঙ্গত, চলমান পরিস্থিতির মাঝেই গত বুধবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসীকে ৭ জানুয়ারির ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দেন। ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকারও অনুরোধ জানান তিনি। তিনি বলেন, সরকারকে সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম হওয়ায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, একটি অবাধ-সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছি। দাবি আদায়ে ইতিমধ্যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়া কয়েছে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, একতরফা নির্বাচনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে আসছি। আন্দোলনকে আরো জোরদার করতে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা