
ডান্ডিবার্তা রিপোর্ট সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে নারায়ণগঞ্জ বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। আন্দোলনকারী দলগুলোর দাবি না মেনে ইতিমধ্যে নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার ও নির্বাচন কমিশন। এমনকি সরকারী দলসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে আন্দোলন জোরালো করতে আরো কঠোর কর্মসূচি দিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ঘোষণা করেছে দলটি। তবে চলমান দাবি আদায়ের আন্দোলনে হরতাল-অবরোধে সাড়া না মিললেও অসহযোগ কর্মসূচি কতোটা সফলতা পাবে তা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের? নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ারী আগামি ৭ জুন দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে জানা গেছে, টানা আন্দোলনের পর দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন করে এবার ‘অসহযোগ’ আন্দোলনের ডাক দিলেও তা বাস্তবায়ন নিয়ে বিএনপির কেন্দ্র আর তৃণমূল পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। দলটির কেন্দ্র আশাবাদী হলেও পুলিশি তৎপরতা আর দলের নেতারা মাঠে না থাকায় তৃণমূলের নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়ন করা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সরকারকে ‘অসহযোগিতা’ করার আহŸান জানানোর পর দলটির নেতাকর্মীরা এমন শঙ্কা প্রকাশ করেছেন। তবে, বিএনপি নেতাদের দাবি-তারা মাঠে ছিলেন। হয়তো কেউ গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিলেও পরবর্তীতে তারা মাঠে নেমেছেন।এদিকে, অসহযোগ আন্দোলন বাস্তবায়নে জনসম্পৃক্তা আনতে জনগনের মাঝে লিফলেট বিতরনের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। এর আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ১১ দফায় ২২ দিন অবরোধ এবং চার দফায় পাঁচ দিন হরতাল কর্মসূচি পালন করেছে। প্রসঙ্গত, চলমান পরিস্থিতির মাঝেই গত বুধবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসীকে ৭ জানুয়ারির ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দেন। ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকারও অনুরোধ জানান তিনি। তিনি বলেন, সরকারকে সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম হওয়ায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, একটি অবাধ-সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছি। দাবি আদায়ে ইতিমধ্যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়া কয়েছে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, একতরফা নির্বাচনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে আসছি। আন্দোলনকে আরো জোরদার করতে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯