আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৫৪

শেখ হাসিনার আগমনে উজ্জীবীত কর্মীরা

ডান্ডিবার্তা | ০১ জানুয়ারি, ২০২৪ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবীত হয়ে উঠেছে। প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ জানুয়ারি শহরের মাসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বক্তব্য রাখবেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এটাই শেষ নির্বাচনী সমাবেশ। সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন তিনি। নির্বাচনের মাত্র ছয়দিন আগে ২৩ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলার পাঁটি নির্বাচনী আসনের মহজোট প্রার্থীদের নিয়ে জনসভায় ভাষণ দেন। যদিও গত ১ বছরে সরকারের নানান প্রকল্প ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন উপলক্ষে ঢাকার লাগোয়া রূপগঞ্জ উপজেলায় ৩ বার প্রধানমন্ত্রী এসেছেন। কিন্তু গত ১৫ বছরে কখনো নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করেননি তিনি। তিনটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে ২০১১ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জের বন্দরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে বন্দরের মদনগঞ্জ এলাকায় সমাবেশও অনুষ্ঠিত হয়। সেসময় কাঁচপুর হয়ে মদনপুর দিয়ে বন্দরে প্রবেশ করে সেখান দিয়েই ঢাকায় ফিরেন তিনি। এছাড়া ২০১৩ সালের ২৪ আগস্ট আড়াইহাজার উপজেলায় উপস্থিত থেকে জেলার অনেকগুলো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে আড়াইহাজার উপজেলায় শহীদ মঞ্জু স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সমাবেশ থেকেই দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিকে এতো বছর পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরে সাজ সাজ রব ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছে উচ্ছ¡াস। নেত্রীকে বরণ করতে কাজ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর কাছে কি কি দাবি দাওয়া তুলে ধরা হবে তা নিয়েও আলোচনা করছেন স্থানীয় নেতারা। ইতোমধ্যে শামীম ওসমান ঘোষণা দিয়েছেন নেত্রীর কাছে মেট্রো রেল চাইবেন তিনি যদিও মেট্রোরেলের জন্য ৪ বছর আগেই মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত শনিবার দুপুরে ফতুল্লায় নম পার্কে প্রস্তুতিসভা করেছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য ও এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান। প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে জানিয়ে প্রস্তুতিসভায় তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় বিষয় নেত্রীর নিরাপত্তা। শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ। এ সময় সোনারগাঁ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল রবিবার দুপুরে সমাবেশের স্থান শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ পরিদর্শন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও আনোয়ার হোসেন। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ আসার খবরে আমাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এত কঠিন শিডিউলের মধ্যেও উনি নারায়ণগঞ্জে আসছেন, এটা নারায়ণগঞ্জবাসীকেও নেত্রী সম্মানিত করেছেন, দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। বিগত সময়ে সারা নারায়ণগঞ্জের এমন কোন জায়গা নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা