আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:০৯

পিঠ বাঁচাতে দলবদল

ডান্ডিবার্তা | ০১ জানুয়ারি, ২০২৪ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে নিজেদের পিঠ বাঁচাতে বেশ কিছু জাপা নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছে বলে এমন অভিযোগ সর্বত্র চাউর হচ্ছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার সর্বত্র আলোচিত সংসদীয় আসনের মধ্যে অন্যতম হচ্ছে সোনারগাঁ আসন। যেখানে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মধ্যে চলছে নীরব প্রতিদ্ব›িদ্বতা। সেই সাথে নীরবে নিভৃতে জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতাদের দল পরিবর্তনেরও হিড়িক পরেছে। ভোটের আগে সোনারগাঁ আসনে জাতীয় পার্টি ছেড়ে আওয়ামীলীগে যোগ দিয়েছে জনপ্রতিনিধিসহ অর্ধশতাধিক জাতীয় পার্টি নেতা। স্থানীয় নেতাকর্মীদের দাবি, হালুয়া রুটির ভাগ এবং পিঠ বাঁচাতেই এ সকল জনপ্রতিনিধি ও নেতারা কখনো আওয়ামীলীগ কখনো জাতীয় পার্টির উপর নির্ভর করে রাজনীতি করেন। সূত্র বলছে, জাতীয় পার্টি ছেড়ে আওয়ামীলীগে যোগ দিয়েছেন সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. শাহজালাল, যুব সংহতি নেতা মিলন মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াদ হাসান ফকির, আবুল কালাম, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, মিনারা বেগম, জায়েদা বেগম, নাছিমা বেগম, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন, আল মামুন, সাবেক সদস্য আব্দুল বাসেদ, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল আউয়াল, মো. মামুন, উম্মেহানী, সালমা যেগন, ফরিদা ইয়াসমিন, কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান খানসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী। মূলত, দীর্ঘ ১০ বছর পর সোনারগাঁ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাতকে মনোনীত করার পর থেকেই দল পরিবর্তনের জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। কারণ মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি থেকে টানা দ্বিতীয়বারের মত সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা। তবে গত ১০ বছর জোটগত ভাবে নির্বাচন হওয়াতে নৌকা প্রতীকের প্রার্থী না থাকায় নৌকার সমর্থকরা বর্তমান জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষ নেয়ায় পেয়েছিলেন সহজ জয়। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে জোট না থাকায় সোনারগাঁ আসনে লাঙ্গল-নৌকা প্রতীক উভয় দলেরই প্রার্থী থাকায় হিসেব নিকেশ পাল্টে গিয়ে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে হচ্ছে চরম প্রতিদ্ব›িদ্বতা। কিন্তু দীর্ঘ ১০ বছর পর সোনারগাঁ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ফিরে পাওয়ার অনেক জাতীয় পার্টির নেতা ও জনপ্রতিনিধিরা পিঠ বাঁচাতে ডিগবাজি দিয়ে আওয়ামীলীগ যোগ দিচ্ছে। তবে আওয়ামীলীগের নেতাদের দাবি, বর্তমান সাংসদ বিগত ১০ বছরে আওয়ামীলীগের অনেক নেতাকর্মী জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রকল্পের প্রলোভন দেখিয়ে জাতীয় পার্টিতে নিয়ে কমিটি করেছে। যার কারণে তারা তাদের ভুল বুঝতে পেরে আবার নৌকায় পারি জমাচ্ছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি, জাতীয় পার্টির নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামীলীগে যোগদান করা হচ্ছে। এছাড়া কৌশলে আমাদের প্রচারণায় বাধাগ্রস্ত করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা