
ডান্ডিবার্তা রিপোর্ট আমরা শুধু সমালোচনা করি। ভোট আসলে ভোট দেই, পাশ করিয়ে সমালোচনা করি। কি করলে ঠিক হবে, এজন্য আমরা আলোচনা করি না, বসি না। এইজন্য মানুষ রাস্তায় চলাচল করতে পারি না, ফুটপাথে দোকান ভরা। এই পয়সা খায় কে? আপনারা যদি আমাকে দেখাতে পারেন, তারা নারায়ণগঞ্জের বাসিন্দা, আমি তাদের সুবন্দোবস্ত ব্যবস্থা করে দিবো। কোনো নেতার মার্কেট যেন না হয়। পার্টি অফিসের সামনে একটা দোকান থেকে যদি প্রেসিডেন্ট সাহেব ২০০ টাকা নিজের পকেটে ভরেন, কি করবেন? আমার নারায়ণগঞ্জ আমাকে ভালবাসতে হবে। আপনি যে এই দেশের নাগরিক, সেই অধিকার আপনার নিতে হবে। গতকাল রোববার সদর-বন্দর আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান তার নির্বাচনী প্রচারণার কেন্দ্রীয় ক্যাম্পে ব্যাবসায়ী ও আইনজীবীদের আয়োজিত মতবিনিময় সভায় এই বক্তব্য রাখেন। তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় আমার কাছে দুই কোটি টাকা চাঁদা চাওয়া হলো, না পেলে আমাকে ধরে দিয়ে যাবে। দুই কোটি টাকা থেকে ৫ হাজার টাকা শর্ট ছিলো, কোথাও পেলাম না। পরে বউয়ের অলঙ্কার বিক্রি করে দুই ভাগে ২ কোটি টাকা দিয়েছি। আমি এত দিন ধরে ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আসছি, আমার এখানে কোনও বিচার ব্যাবসা নেই। ভালবাসা আছে। কিন্তু এই ভালবাসা থাকে না। যখন পেটে টান পড়ে, এই ভালবাসা জানালা দিয়ে পালায়। আর এক ধরণের লোক আছে, হাতি যতো বড়ই হোক না কেন, ফান্দে পড়লে চামচিকা রেডি। আগামী কাল আমার একটা সভা হওয়ার কথা ছিলো। আমি জানি না, বাংলাদেশের কেউ এই সভার লোকদের সাহায্য করেছে কী না! আমাকে কন্ডিশন দেওয়া হলো, বিরিয়ানি না হলে না কি আসা যাবে না। কীভাবে বলেন আমি বিরিয়ানি খাওয়াবো, যেখানে ইলেকশন কমিশন আমার নামে মামলা করে দিবে, আমার ক্যাম্পেইন বন্ধ করে দিবে। বিরিয়ানি না খেলে হবে না? ঠিক আছে, তাহলে আসতে হবে না। সবাই এসেছে, ক্ষমা করেছি। শেখ মুজিবও ক্ষমা করেছেন, জেলে ভরেছেন অপরাধীদের ফাঁসি দেননি। সেটাই ভুল করেছিলেন। ‘৭৫ সনে তাকে হত্যার সব প্ল্যান ওখান থেকেই হয়। আমি দলের লোক না, আমি সবার কাছে ভালবাসার মানুষ। কিন্তু আজ খুব কষ্ট পেয়েছি। যারা আমার সাথে চললেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন, তারা বিরিয়ানি ছাড়া আসলেন না। আপনাদের বিরিয়ানি খাওয়াবো, প্রাণ ভরেই খাওয়াবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার ও সাবেক এমপি মোহাম্মদ আলী, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, বাংলাদেশ ক্লথমার্চেন্ড এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ড এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান সজল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মহসিন মিয়া, সহ-সভাপতি রবিউল আলম রনি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, আইন বিষয়য়ক সম্পাদক এড ওয়াজেদ আলী খোকন, দপ্তর সম্পাদক এড বিদ্যুৎ কুমার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাফায়েত আলম সানিসহ বিভিন্ন ব্যবসায়ী ও আইনজীবীবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯