আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৩৬

জোট আর স্বতন্ত্রের লড়াই জমে উঠেছে

ডান্ডিবার্তা | ০১ জানুয়ারি, ২০২৪ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ভোটের মাঠে জোট আর স্বতন্ত্রের লড়াইয়ের উত্তাপ নারায়ণগঞ্জের রাজনীতি। জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণাও। দিনরাত এক করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সমর্থকদের ¯েøাগানে মুখর রাস্তাঘাট, অলিগলি। প্রার্থীদের দেয়া নানান প্রতিশ্রæতির প্রমাণ কাজে দেখতে চান ভোটাররা। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী এখন ব্যস্ত রাজনীতির মাঠে। এ আসনে নৌকা নিয়ে লড়ছেন বিগত সময়ের সফল এমপি শামীম ওসমান। প্রতীক বরাদ্দের পর থেকেই বিরতীহিনভাবে চালাচ্ছেন প্রচারনা। সে সাথে ছুটে যাচ্ছেন তার নির্বাচনী এলাকার জনগনের কাছে। এ সময় এলাকাবাসীর দাবি-দাওয়া শুনেন, আশ্বাস দেন সেগুলো পূরণের। সে সাথে জামায়াত শিবির বিএনপির আন্দোলনের নামে নাশকতার বিষয় তার বক্তব্যে তুলে ধরেন এবং ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। তবে এ আসনে নৌকার প্রার্থী শামীম ওসমান ছাড়া অন্য দলগুলোর প্রার্থীদেরকে তেমন প্রচারনা চালাতে দেখা যাচ্ছে না। সদর-বন্দর আসনে নির্বাচনে আলোচনায় রয়েছেন ওসমান পরিবারের কর্নধার সেলিম ওসমান। তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিগত সময়ে তিনি সাংসদ থাকা কালে এলাকায় সাধারন মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার মাধ্যমে সাধারন মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। এমপি হলেও এলাকার মানুষ তাকে দানবীর এমপি হিসেবেই চিনেন। সেলিম ওসমানও তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা চালানোর মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। ক্লান্তিহীনভাবে ছুটে চলেছেন সাধারন মানুষের মাঝে। এ সময় তিনি বলেন, আমি এমপি হলেও সাধারন মানুষ হিসেবে আমার জনগনের পাশে ছিলাম। চেষ্টা করেছি মানুষের সুখ দুঃখের ভাগী হওয়ার। সরকারী কিংবা ব্যক্তিগত উদ্যোগে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি না। দাবি একটাই, আপনার আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। এমনকি যাকে আপনার ভাল লাগে তাকেই ভোটটি দিবেন। শক্ত প্রতিদ্ব›িদ্বতায় রূপগঞ্জ আসন। জটিল সমীকরণে এই সংসদীয় আসনে নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইগল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহজাহান ভূইয়া এবং তৃনমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীক নিয়ে লড়ছেন দলের ভাইস চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার। আওয়ামীলীগের মনোনীত প্রাথী গোলাম দস্তগীর গাজী অবিরাম ছুটে চলেছেন তার নির্বাচনী এলাকার সাধারন মানুষর কাছে। বিগত সময়ের উন্ময়নের চিত্র তুলে ধরে এর ধারাবাহিকতা বজায় রেখে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করেন। একই ভাবে স্বতন্ত্রপ্রার্থী শাহজাহান ভূইয়া এবং তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলমও ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করেন। সাংসদ গাজী, আগামি ৭ জানুয়ারি সবাইকে ভোট দেয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, এ এলাকার মানুষের আরও একবার সেবা করার সুযোগ চাই। মানুষের জন্য কাজ করে যেতে চাই। এদিকে সোনারগাঁ আসনে মূলত লড়াই হবে আওয়ামীলীগ এবং জাপার প্রার্থীর মধ্যে। এদুই প্রার্থীই সাংসদ ছিলেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং জাপা থেকে মনোনয়ন পাওয়া বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার লাঙ্গল প্রতীকের লাঙ্গলে নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ বইছে। সুষ্ঠু ভোটে বিজয়ী হওয়ার আশা তার। বিপুল উৎসাহে শীত উপেক্ষা করে এ আসনের প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। পাড়া মহল্লা অলিগলি ঘুরে ভোট চান আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কায়সার হাসনাত এবং জাপার মনোনীত লাঙ্গলের প্রার্থী খোকা। এ আসনের প্রার্থীরাও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করার জন্য অনুরোধ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা