
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। বিএনপি এ নির্বাচন বর্জন করেছে। বিএনপি নির্বাচন বর্জন করলেও সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের ছড়াছড়িতে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। তবে নারায়ণগঞ্জের ৫টি আসনের নির্বাচনের চিত্র ভিন্ন রকম। নারায়ণগঞ্জে ৩টি আসনে নির্বাচনে নৌকার বিপক্ষে প্রতিদ্ব›দ্বী থাকলেও দুটি আসনে শক্তিশালী প্রতিদ্ব›দ্বী নেই। এখানে প্রতিটি আসনে প্রতিদ্ব›িদ্বতা করছে নৌকা-কেটলি, জাপার লাঙ্গলসহ অন্যান্য প্রতীকের প্রার্থীরা। তবে নৌকা-লাঙ্গলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। প্রতিদ্ব›িদ্বরা ভোট প্রচারণায় নেমেছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ও গণসংযোগ করছেন, নির্বাচনী সভা করছেন। কোথাও কোথাও কেউ কেউ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছেন। নির্বাচন কমিশন কাউকে কাউকে তলব করছেন, শোকজ করছেন। আবার কাউকে সর্ক পর্যন্ত করা হচ্ছে। এদিকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে নৌকার প্রার্থী সাংসদ শামীম ওসমানের বিপক্ষে কোন শক্তিশালী প্রার্থী না থাকায় প্রচারনার মাঠে তিনি একাই গণসংযোগ করে যাচ্ছেন। তার বিপক্ষের প্রার্থীদের কাউকে তেমন ভাবে প্রচরানার মাঠে দেখা যাচ্ছে না। একইভাবে সদর-বন্দর আসনেও লাঙ্গলের প্রার্থী সেলিম ওসমান নির্বাচনের প্রচারণার মাঠে একাই গণসংযোগ সভা করে যাচ্ছেন। তার বিপক্ষের প্রার্থীদেরও তেমন ভাবে মাঠে দেখা যাচ্ছে না। এমনকি তারা প্রচারণায়ও নেই। তাই এই দুটি আসনে তারা টানা চতুর্থ বারের মত নিশ্চিত এমপি হবে জেনেও নির্ভার হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই শীতের মাঝেও ওসমান পরিবারের দুই সহোদর প্রচারণায় ঘাম ঝরছে। অপরদিকে সোনারগাঁ আসনে দীর্ঘ ১০ বছর পর নৌকার প্রার্থী কায়সার হাসনাতকে পেয়ে এখানকার আওয়ামী লীগের নেতারা উৎফুল্ল ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এর আগে ২০০৮ সনের নির্বাচনে এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে ২০১৪ সনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা এমপি নির্বাচিত হন। তিনি টানা দুই বারের এমপি হওয়ার পর এখন তৃতীয় বারের মত জয়ের ধারা বজায় রাখতে নৌকার প্রার্থী সাথে প্রতিযোগিতায় রয়েছেন। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সোনারগাঁ আসনে জাপার প্রার্থীর সাথে নৌকার প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই হবে। জাতীয় পার্টির প্রার্থীর ভরসা বিএনপি সমর্থকদের ভোট। তার ভাষ্য মতে, মানুষ ভোট দিতে পারলে তিনিই জয়ী হবেন। তাই রাজনৈতিক মহল এখানে লাঙ্গলের প্রার্থী বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা থাকায় নৌকার প্রার্থী কায়সার হাসনাতের ঘাম ঝরছে বলে মনে করেন। সোনারগাঁ আসনের মত আড়াইহাজার আসনেও আওয়ামী লীগ মনোনীত নৌকার তিনবারের বর্তমান এমপি নজরুল ইসলাম বাবুর সাথে প্রতিদ্ব›িদ্বতা করছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন। ইতোমধ্যে তাদের দুজনের মাঝে প্রচারণার সাথে কথার লড়াই জমে উঠেছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আলমগীর শিকদার লোটন জাতীয় পার্টির প্রার্থী হলেও তিনি রাজনীতিতে এমপি নজরুল ইসলাম বাবুর সিনিয়র। আর এজন্য তাকে প্রতিদ্ব›দ্বী মনে করেই মাঠে জোরে সরে নেমেছে নৌকার প্রার্থী। এখানেও নৌকার প্রার্থীকে ঘাম ঝরাচ্ছে লাঙ্গলে প্রার্থী। তাদের মাঝেও হাড্ডা হাড্ডি লড়াই হতে যাচ্ছে। তবে সব কিছুর মধ্যে আলোচনায় রয়েছে রুপগঞ্জ আসন। এই আসনে তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম প্রার্থী থাকলেও নৌকার প্রার্থীর সাথে মুল লড়াই হতে যাচ্ছে স্বতন্ত্রপ্রার্থীর। এখানে টানা তিনবারের এমপি গোলাম দস্তগীর গাজী চতুর্থবার এমপি হওয়ার জন্য এবারও মানুষের কাছে ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে তার অবস্থান অনেকটা ভাল বরে মনে করেন স্থানীয়রা। কারণ তিনি রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু তার মূল প্রতিদ্ব›দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে রয়েছেন শাহজাহান ভূঁইয়া। তিনি রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি প্রার্থী হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এখানে আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগ মাঠে নেমেছে। নৌকার প্রার্থীর সাথে স্বতন্ত্রপ্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই হবে। তবে এখানে তৃনমূল বিএনপির প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থীতে অস্বস্তিতে নৌকার প্রার্থী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নির্বাচন প্রচারণা শুরুর আগে অনেকে ধারণা করেছিল যে, বিএনপি বিহীন নৌকার প্রার্থীরা এবার হয়তো সহজ জয় পাবে। এ ধারণা থেকে কোনো কোনো আসনে নির্ভাব ছিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা। কিন্তু সময় যত ঘনিয়ে আসছে প্রতিটি আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠে যাচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জের ৩টি আসনে ঘাম ঝরছে নৌকার প্রার্থীদের। এর ফলে কোনো কোনো জনপ্রিয় প্রার্থী চাইলেও আর বসে থাকতে পারছেন বা অলস সময় কাটানোর ফুরসত নেই। তাকে নির্বাচনের মাঠে থাকতে হচ্ছে। প্রচারণা চালাতে হবে। ফলে এ পরিস্থিতিতে পৌষের এই শীতেও ঘাম ঝরাতে হচ্ছে নৌকার প্রার্থীদের।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯