
ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতোমধ্যে ক্ষমতাশীন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন গ্রæপের মধ্যে সংঘাত, পোষ্টার ছিড়ে পুড়িয়ে ফেলা থেকে শুরু করে ভাঙ্গচুরসহ নানান তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সংঘাতের পেছনে রয়েছে নির্বাচনে প্রভাব বিস্তার করে জয়লাভের চেষ্টা, প্রতিদ্ব›দ্বীর বিরুদ্ধে আর্থিক ও পেশিশক্তির ব্যবহার এবং অপেক্ষাকৃত দুর্বল প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে কোণঠাসা করে রাখার চেষ্টা। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে ৭৮২ কেন্দ্রে কিছু কেন্দ্রের মধ্যে যোগাযোগের ঘাটতি থাকলেও আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এসব এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) বলেন, ঝুঁকিপূর্ণ বলা তখন, যখন একটা ভোট কেন্দ্রে পক্ষ প্রতিপক্ষ মারামরি করতে পারে, আক্রমণ করতে পারে বা একজন আরেকজনের প্রতি ক্ষিপ্ত হয়ে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে পারে। সেক্ষেত্রে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কিন্তু আইন শৃঙ্খলাবাহিনী ভূমিকা রাখলে কোন কিছুই ঝুঁকিপূর্ণ না। ঘটনা তো আর বলে আসে না, সেটা যে কোন সময় ঘটতে পারে। তবে সেই ঘটনা আমরা কত দ্রæততম সময়ের মধ্যে রেসপন্স করে ট্যাগেল করবো, কত পরিমান ক্ষয়ক্ষতির পরিমান কম হবে সেটার উপর মূলত ডিপেন্ড করে যে আমরা রেসপন্স করছি কি করছি না। তিনি আরও বলেন, আমাদের নারায়ণগঞ্জে যে ৭৮২টি ভোট কেন্দ্র আছে প্রাথমিক ভাবে আমরা এই ধরণের কোন শঙ্কা করছি না যে, কেউ কেন্দ্র দখল করবে বা অন্য কিছু করবে। আশা করি কেউ এই ধরণের কাজ করবে না, করলে আমরা তাদের আইনের আওতায় আনবো। সেইদিক থেকে আমাদের নারায়ণগঞ্জে কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। এসপি বলেন, আরেকভাবে দেখলে আমরা বলতে পারি, যেমন আড়াইহাজারের কালাপাহাড়িয়া, সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলি ইউনিয়ন পরিষদ এবং সোনারগাঁ’র কিছু কিছু কেন্দ্র আছে যেখানে যোগাযোগে অনেকটা টাইম লাগে। ওইদিক থেকে চিন্তা করতে গেলে তো কিছুটা ঝুঁকিপূর্ণ থাকে। এর জন্য আমাদের যে যে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন আমরা সেটাই করেছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯