আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৩৬

নতুন বছর যেন হানাহানি না হয়: নাসরিন ওসমান

ডান্ডিবার্তা | ০২ জানুয়ারি, ২০২৪ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ৭ তারিখ আমরা সবাই যার যার অবস্থান থেকে যাবো আর ভোট দিবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর-বন্দর আসন সেলিম ওসমানকে উপহার দিয়েছেন তাই আমি ও আমার পরিবার তার প্রতি কৃতজ্ঞ। এই সম্মান যেন বজায় থাকে, আপনারা সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করবেন। অনেকেই ভাবছেন এটা কোনও নির্বাচন না, এমনিই সবাই পাশ করে যাবে। আসলে তা না, এবার অনেক ষড়যন্ত্র হচ্ছে। সবকিছু মোকাবেলা করেই আমাদের পথ চলতে হবে। আপনারা প্রথম থেকেই চোখ কান খোলা রাখবেন। প্রশাসন আপনাদের সহায়তা করবে, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। যার যার কেন্দ্রে ভোট দিবেন, সবাইকে উৎসাহিত করবেন। গতকাল সোমবার বিকালে সদর থানার পাশে সদর-বন্দর আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমানের প্রধান নির্বাচনী ক্যাম্পে নারী উদ্যোক্তা, নারী সংস্থাসহ সকল নারী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান। তিনি আরও বলেন, আপনারা সবাই ওনাকে খুবই ভালবাসেন। একটা কথা প্রচলিত আছে, দল যার যার সেলিম ওসমান সবার। সেলিম ওসমান আপনাদেরই, আপনারাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন উনি যেন এই আসনের সম্মান রাখতে পারেন। আমরা নতুন বছরে পদার্পন করেছি, চাই না আগের মত মারামারি হানাহানি হোক। নতুন বছর সুন্দর, সুস্থভাবে বেঁচে থাকতে চাই। সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলির সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা আক্তার মালার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারগিস ওসমান। আরও উপস্থিত ছিলেন- নারী নেত্রী ইসরাত জাহান স্মৃতিসহ বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা