আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:৪১

শামীম ওসমানের পক্ষে গণসংযোগে আনোয়ার হোসেন ও উজ্জল

ডান্ডিবার্তা | ০৩ জানুয়ারি, ২০২৪ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট টানা তিনবারের মেয়াদে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে নৌকা প্রার্থীকে বিজয় করার আহবান জানিয়ে মহানগরের ৯নং ওয়ার্ড জালকুড়ি এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ ও যুবলীগ। এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মত নৌকা মাঝিকে বিজয় করার জন্য নৌকা মার্কা ভোট চান মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। এ সময় তৃতীয় দিনে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগকালে ৭ জানুয়ারী কেন্দ্রমুখি ভোটারদের উপস্থিত থাকার আহবান তিনি। গতকাল মঙ্গলবার দুপুর ৩টায় নারায়ণগঞ্জ মহানগরের ৯নং ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া, মাঝপাড়া, উত্তরপাড়া, তালতলা, কদমতলী দক্ষিণ, নয়াপাড়ায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চান আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, ধর্ম বিষয়ক আব্দুর রশিদ, কার্যকরি সদস্য বদিউজ্জামান বদু, সাখাওয়াত হোসেন সুমন, শাহজামাল খোকন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ ওমর খালেদ এপন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আলী হাসান সজীব, সাদিম আহম্মেদ, মোশাররফ হোসেন জনি, মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা ও যুবলীগ নেতা ইকবাল বাবু, রুবেল, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকিবউল্লাহ, বশির উল্লাহ, আসাদুজ্জামান, আবুল কালাম, সাহাবুদ্দিন মাষ্টার, কামরুল ইসলাম, মোস্তাহিদ প্রমুখ। জালকুড়িতে পথসভায় আনোয়ার হোসেন বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতার ১৫ বছরে সিদ্ধিরগঞ্জ এলাকায় উন্নয়ন করা হয়েছে। আওয়ামীলীগের জনপ্রতিনিধিরা সব সময় সুখে দুঃখে পাশে থেকেছেন সর্বদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে এখানে আবারো আওয়ামীলীগের প্রার্থীকে মনোয়ন দিয়েছেন। জনগণ প্রতিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দিয়েছেন নৌকার বিজয়ের মাধ্যমে। এবারও তিনি সেই আস্থার প্রতিদান দিতে ভোটের মাঠে সরব রয়েছেন। গণসংযোগকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মুখে শ্লোগান ছিলো- ‘দলে দলে বাধঁব জোট কেন্দ্র গিয়ে দিবো ভোট। শেখ হাসিনার সরকার বার বার দরকার। সাত তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। আনোয়ার ভাইয়ের সালাম নিন কেন্দ্রে গিয়ে ভোট দিন। শেখ হাসিনা সালাম দিন কেন্দ্রে গিয়ে ভোট দিন’। এ সময় জনসাধারণ এমন শ্লোগান স্বাগত জানিয়ে মিছিলকারীদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা