আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৪১

জাপার যাতাকলে পিষ্ট বিএনপি!

ডান্ডিবার্তা | ০৫ জানুয়ারি, ২০২৪ | ৩:৪৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাপার প্রার্থীর বক্তব্যে কপাল পুড়েছে বিএনপির ৫ নেতার। সদর-বন্দর আসনে জাপা প্রার্থী তিনি কয়েকজন বিএনপি নেতার নাম উল্লেখ করে তাদর কাছে টানার জন্য আশা পোষন করে বক্তব্য রাখেন। সেই সাথে বিএনপি নিয়ে নানা ধরনের আপত্তিকর কথা বলেন, তার সেই সমাবেশে বিএনপির কয়েকজন উপস্থিত থেকে তাদের কপাল পোড়ালেন। চলতি মাসের ৭ তারিখ অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং প্রতিহতের ঘোষণা দিয়ে আন্দোলনের মাঠে আছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। বিরতি দিয়ে দিয়ে অবরোধ, হরতালসহ গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলটি। কিন্তু মামলা আর গ্রেফতারের ভয়ে জোরালো ভাবে আন্দোলনে শরিক হতে পারছে না দলের বেশিরভাগ নেতাকর্মী। নারায়ণগঞ্জ বিএনপির অনেক নেতাকর্মীই এখন কারাগারে। যারা বাইরে আছেন তারাও বেশিরভাগই হুলিয়া মাথায় নিয়ে আত্মগোপনে। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে বিজয় দিবসের র‌্যালিতে এক ঝলক দেখা গেলেও এখন পুরোপুরিই আত্মগোপনে। তবে যারা সরকারি দলকে ম্যানেজ কিংবা পঞ্চইন্দ্রিয় বন্ধ রাখতে পারঙ্গম, তারা বেশ ফুরফুরে মেজাজেই আছেন। তবে রাস্তাঘাটে তাদের চলাফেরা দেখলে কেমন যেন এতিম এতিম লাগে। দলীয় অবস্থা যখন নাজুক, তখন নির্বাচনকে কেন্দ্র করেই নারায়ণগঞ্জ বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের এই বহিষ্কার নিয়ে পক্ষে-বিপক্ষে নানা ধরণের আলোচনা সমালোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা জানান, মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন তার আগামী দিনে নির্বাচনি রাস্তা নিষ্কণ্টক করতেই মুকুলসহ ৬জনকে বহিষ্কারের পেছনে কাজ করেছেন। বহিষ্কৃতদের বিরুদ্ধে সদর-বন্দর আসনের লাঙ্গলমার্কা প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ এনে এ সংক্রান্ত ছবি, ভিডিও এবং নিউজকাটিং বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়েছে। সাখাওয়াতের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে ওই নেতা বলেন, মুকুলভাই আগামীতে সদর-বন্দর নির্বাচনি এলাকায় বিএনপির নির্ভরশীল প্রার্থী। এ কারণেই তাকে বহিষ্কার করিয়ে সাখাওয়াত তার রাস্তা ক্লিয়ার করেছেন। অপরদিকে মহানগর বিএনপির একজন সক্রিয়নেতা বলেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যে গরুকে গোয়ালে রেখে কখনোই পোষ মানানো যাবে না বলে মনে করা হয়, তাকে গোয়াল থেকে বের করে দেয়াটাই সঠিক। এতে হয়তো গোয়ালটা সাময়িকভাবে শূন্য হয়ে যাবে, কিন্তু বাড়তি ঝামেলা এবং দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার একটা সহজ উপায় বেরিয়ে আসবে। উপযুক্ত তথ্যউপাত্তের প্রমাণ নিয়েই তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ওরা দলের বোঝা হয়ে দাঁড়িয়েছিলো। তাদের নানাবিধ কর্মকান্ডও দলের বিপক্ষে যাচ্ছিলো। তাদের নিজ দল যেখানে পাতানো নির্বাচন বর্জন করে প্রতিহতের জানবাজি লড়াইয়ে অবতীর্ণ সেখানে ওরা লাঙ্গলের পক্ষে নির্বাচনি প্রচারণা চালায় কার স্বার্থে! এটা তো তার নিজ দলের সাথেই প্রতারণার সামিল। বিগত নির্বাচনগুলোতেও তারা একই কাজ করেছে। কাউন্সিলর শওকত হাশেম শকু নামমাত্র বিএনপি করেন। তিনি বরাবরই সেলিম ওসমানের তল্পিবাহক। সেলিম ওসমানের হুকুম ছাড়া এদিকওদিক নড়াচড়ার ক্ষমতা তার নেই। কারণ, তার ভাই কিসমত হাশেমের হাতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির গন্ধ লুকিয়ে রয়েছে। অপর ৪ জন নিয়মিতই সেলিম ওসমানের নির্বাচনি প্রচারণার উঠান বৈঠকে যোগদান করে।’ তবে অন্য একটি সূত্র জানায়, নির্বাচনের পর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়ার সম্ভাবনাই বেশি। কারণ হিসেবে সূত্রটি জানিয়েছে, বর্জনকৃত নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই সাময়িকভাবে তাদেরকে এ শাস্তি প্রদান করা হয়েছে। ৬ জনের বহিষ্কারকান্ডে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রসঙ্গে মতামত জানতে বেশ কয়েকবার তার মোবাইলে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা