আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | ভোর ৫:৫৪

দুটি আসনে ডুবতে পারে নৌকা!

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৪ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনেই সহজ পাওয়া পাচ্ছেন আওয়ামীলীগের দুজন বর্তমান এমপি এবং জাতীয় পার্টির একজন বর্তমান এমপি। এর মধ্যে জাতীয় পার্টির আসনে দেয়া হয়নি নৌকার প্রার্থী। বাকিট দুটি আসনেই নৌকা প্রার্থীদের পরাজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে একটি আসনে তৃণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও অপরটিতে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জনপ্রিয়তায় ভোটে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়দের মতামত। ফলে দুটি আসনে নৌকা ডুবতে যাচ্ছেন প্রার্থীদের জনপ্রিয়তা না থাকায়। জানাগেছে, রূপগঞ্জ আসনে তৃতীয় মেয়াদে টানা এমপি রয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ আসনে তৃণমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকে প্রার্থী হয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এখানে নৌকার বিরোধীতা করে কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া। মুলত গোলাম দস্তগীর গাজীকে পরাজিত করানোর লক্ষ্য নিয়েই শাহজাহান ভুঁইয়া প্রার্থী হয়েছেন বলে স্থানীয়দের দাবি। এরি মাঝে বিএনপি অংশগ্রহণ না করলেও বিএনপির কর্মী সমর্থকদের ভোট পাবেন তৈমূর আলম খন্দকার এমন আশা তার। ফলে এখানে এবার নৌকা প্রার্থী গোলাম দস্তগীর গাজীর জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না স্থানীয়রা। এদিকে সোনারগাঁ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে লড়ছেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়ছেন এ আসনের বর্তমান দুইবারের এমপি লিয়াকত হোসেন খোকা। অন্যান্য দলের আরো দুজন প্রার্থী থাকলেও তাদেরকে নিয়ে ভোটারদের আগ্রহ দেখা যায়নি। গত ১০টি বছরে সোনারগাঁয়ে বিপুল পরিমান উন্নয়নমুলক কাজ করেছেন এমপি খোকা। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সেতু-ব্রীজ কালভার্ট রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করেছেন তিনি। পাশাপাশি গত দশটি বছরে সোনারগাঁকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলেছেন এমপি খোকা। কোনো ধরণের সন্ত্রাসী রাহাজানি মারামারি কিংবা রাজনৈতিক সহিংসতা ছিলো না। কিন্তু ২০০৮ সালে কায়সার হাসনাত এমপি হওয়ার পর পুরো সোনারগাঁ সন্ত্রাসী ভূমিদস্যূ বালুসন্ত্রাসীদের অভয়রান্যে পরিনত হয়। এমন পরিস্থিতিতে এবার এখানে প্রথমে নৌকা প্রতীক পাওয়ার পর স্থানীয় আওয়ামীলীগের মাঝে একটু বেশি উত্তেজনার সৃষ্টি হয়। পাড়া মহল্লায় জাতীয় পার্টি ও সাধারণ মানুষকে ভয়ভীতি হুমকি ধমকি দিতে শুরু করেন নৌকার লোকজন। কোনো কোনো এলাকার মানুষকে মারধর করতে থাকেন। নৌকার লোকজন ভেবেছিলো নৌকা প্রতীক পেয়ে এমনিতেই তারা এমপি পেয়ে গেছেন। ভোটের লড়াইয়ে কিংবা ভোটের মুখোমুখী হতে হবে সেটা তারা বুঝতে পারেনি। ফলে নৌকা পেয়েই তারা সোনারগাঁয়ের প্রতিটি এলাকার জাতীয় পার্টির লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভয় ভীতি হুমকি ধমকি দিতে শুরু করেন। ফলে পুরো সোনারগাঁ নৌকার জন্য আতংকিত হয়ে ওঠে। নির্বাচন যখন সুষ্ঠু হবে-এমন বার্তা পৌছে যায় সোনারগাঁ জুড়ে তখন সকলে জাতীয় পার্টির লাঙ্গলের পক্ষে একজোট হয়ে মাঠে নেমে পড়েন। ফলে এখানে সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে কোনোক্রমেই নৌকার জয়ের কোনো সম্ভাবনা দেখছেনা স্থানীয়রা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা