আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:০৮

প্রধানমন্ত্রীর সহানুভূতি পেলেন না তারা!

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৪ | ১১:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আওয়ামীলীগের শেষ নির্বাচনী জনসভা হয়ে গেল গত বৃহস্পতিববার নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে শাসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা জনসভায় বক্তব্য রেখেছেন। এই সমাবেশ ঘিরে নারায়ণগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও ৪টি আসনে দলীয় প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নেন দলের মনোনীত নৌকার প্রার্থী শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু ও কায়সার হাসনাত। কারণ প্রধানমন্ত্রী জনসভায় নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। ফলে প্রচারণার শেষদিন এলাকায় সময় না দিয়ে দুপুরের আগেই নৌকার প্রার্থীরা সমাবেশস্থলে চলে আসেন। এতে প্রচারণার শেষ সময়ে ফাঁকা মাঠে সুযোগ নেন বিশেষ করে রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ আসনে তাদের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা। দলীয় একাধিক সূত্রমতে, আওয়ামীলীগের ৪ প্রার্থী ধরেই নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা তাদের পরিচয় করিয়ে দিবেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। এতে শামীম ওসমান কিছু মনে না করলেও মন খারাপ হয়েছে রূপগঞ্জ আসনে গোলাম দস্তগীর গাজী, আড়াইহাজার আসনে নজরুল ইসলাম বাবু ও সোনারগাঁ আসনে কায়সার হাসনাতের। কারণ তাদের আসনগুলোতে শক্ত প্রতিদ্ব›দ্বী রয়েছে। বিশেষ করে রূপগঞ্জ আসনে গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্ব›দ্বী দুই হেভিওয়েট প্রার্থী রয়েছেন। একজন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তিনবারের উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইয়া এবং তৃণমূল বিএনপির মহাসচিব ও দলের প্রার্থী তৈমূর আলম খন্দকার। গাজীর সমর্থকরা প্রচার করেছেন শাজাহান ভুইয়া প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চে উঠতে পারবে না। এবং গোলাম দস্তগীর গাজীকে প্রধানমন্ত্রী পরিচয় করিয়ে দিবেন। এতে শাজাহান ভুইয়ার সমর্থকরা হতাশ হবে। আর ভোটের মাঠে গাজীর সমর্থকরা উজ্জীবিত হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এতে প্রধানমন্ত্রীর ম্যাসেজ ভোটাররা বুঝে গেছে। কারণ অংশগ্রহনমূলক নির্বাচন এবং ভোটার উপস্থিত বাড়ানো ও স্থানীয় নেতাদের জনপ্রিয়তা যাচাইয়ে দলের স্বতন্ত্র প্রার্থীর বিষয়টি উম্মুক্ত রেখেছেন তিনি। ফলে স্বতন্ত্র প্রার্থী শাজজাহান ভুইয়াকে মোকাবেলা করে ভোটের মাধ্যমেই গাজীকে বিজয়ী হয়ে আসতে হবে। নির্বাচনী মাঠের একাধিক তথ্যমতে, তৈমূর আলমের চেয়ে শাজাহান ভুইয়া গোলাম দস্তগীর গাজীর জন্য শক্তিশালী প্রার্থী। কারণ গোলাম দস্তগীর গাজী যেমন তিনবারের সংসদ সদস্য তেমনি শাজাহান ভুইয়াও তিনবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। দ্জুনেই ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে। তাছাড়া আওয়ামীলীগের ভোটও ভাগ হবে। দলের নেতাকর্মীরা মনে করছেন, প্রধানমন্ত্রী যেহেতু গাজীকে পরিচয় করিয়ে দেননি সেহেতু দুইজনের প্রতিই আওয়ামীলীগের হাইকমান্ডের সমর্থন রয়েছে। এতে কিছুটা চিন্তিত গাজী শিবির। আড়াইহাজার আসনে নজরুল ইসলাম বাবুর মূল প্রতিদ্ব›দ্বী প্রার্থী হচ্ছেন জাতীয় পাটির আলমগীর সিকদার লোটন। আড়াইজারের মানুষ মনে করছেন, প্রধানমন্ত্রী বাবুকে পরিচয় করিয়ে না দেয়াতে বাবু সমর্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা খুশি হতে পারেননি। ফলে প্রধানমন্ত্রীর সমাবেশে মঞ্চে বাবু উপস্থিত থাকলেও ভোটের মাঠে এর প্রভাব পড়েনি। বরং ভোটাররা মনে করছেন শান্তিপূর্ণ ও সূষ্ঠু ভোট হলে নৌকার সঙ্গে লাঙ্গলের হাড্ডা হাড্ডি লড়াই হবে। সোনারগাঁ আসনে নৌকার প্রার্থী কায়সার হাসনাতের মন খারাপ হয়েছে বেশি। কারণ সেখানে জাতীয় পাটির দুইবারের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তার মূল প্রতিদ্ব›দ্বী। ১০ বছরে লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ে তার একটা অবস্থান তৈরী করেছেন। স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীর সঙ্গে তার সখ্যতাও রয়েছে। তাছাড়া জাতীয় পাটি যেহেতু আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটে আছে সেহেতু ভোটের মাঠে নানা হিসেব-নিকেষ চলছে। এখানে নৌকা বা লাঙ্গন যে বিজয়ী হোক তাতে আওয়ামীলীগের কিছু যায় আসে না। এমনটা বলছেন সাধারণদের অনেকেই। কিন্তু প্রধানমন্ত্রী কায়সারকে পরিচয় করিয়ে দিলে সোনারগাঁয়ের আওয়ামীলীগের নেতাকর্মীরা আরও বেশী উজ্জীবিত হতো। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে শামীম ওসমান খুশি। কারণ তার কোন শক্ত প্রতিদ্ব›দ্বী নাই। প্রদানমন্ত্রী তার আসনে শেষ জনসমাবেশ করেছেন এটাই তার জন্য বড় পাওয়া। সবমিলিয়ে নৌকার প্রার্থীদের পরিচয় না করিয়ে দেয়ার পেছনে অংশগ্রহণমূলক, প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ নির্বাচন, ভোটার উপস্থিতি, প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই, প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশের ইঙ্গিত বহন করছে বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা