আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৪৪

ভোট বর্জনে মাঠে বিএনপি

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৪ | ১১:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামীকাল রবিবার ভোট গ্রহণ। ভোট গ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ও প্রার্থীরা। মাঠের প্রধান বিরোধীদল বিএনপিকে ছাড়াই অনুষ্ঠিত হবে পূর্বের ন্যায় এবারের নির্বাচন। তবে, বিএনপিসহ তাদের শরীকদলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় ভোট উৎসবের আমেজ তেমন একটা জন সাধারনের মাঝে দেখা যাচ্ছে না। অপরদিকে, প্রকাশ্যে নির্বাচনী প্রচারনা বন্ধ থাকলেও শেষ মুহুর্তের প্রচারনায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারনায়। বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে সাধারন মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। রাত পোহালেই জাতীয় নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণা করেছে ইসি। ৭ জানুয়ারী ভোট। ইতিমধ্যে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষনার পর থেকে নারায়ণগঞ্জের পাড়া-মহল্লায় ভোটের হাওয়া বইতে শুরু করেছে। আসনগুলোতে প্রার্থীদের দোড়ঝাঁপ চলছে। শুরু হয়েছে গুঞ্জন। দলীয় সমর্থন পাওয়া প্রার্থীরা শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। কেউ কেউ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন। অনেকে আবার ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে উঠান বৈঠক করছেন। ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রæতির কমতি নেই। ভোটারদের মাঝেও উৎসবের আমেজ বইতে শুরু করেছে। প্রার্থীদের কাছে যেন চাওয়ার শেষ নেই। তবে ভোটের মাঠে আওয়ামী লীগের সরব উপস্থিতি থাকলেও বিএনপি এখনো রাজপথে আন্দোলনে ব্যস্ত আছে। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি’র আন্দোলন চলমান আছে। দিচ্ছেন নতুন নতুন কর্মসূচি। দেশের অন্যান্য আসনগুলোর মতো নারায়ণগঞ্জের ৫টি আসনেই ভোটের তোড়ঝোড় শুরু হয়েছে। প্রার্থীরা সকলে কেন্দ্রে ছুটছেন। নেতাদের মন জয় করে দলীয় টিকিট বাগিয়ে নিতে চেষ্টা করছেন। নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ অন্য দলগুলোর তেমন কোনো প্রচারণা চোখে পড়ছে না। তাদের বেশির ভাগ সম্ভাব্য প্রার্থী বর্তমানে এলাকায় নেই। অন্যদিকে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি চায় এই আসনটি পুনরুদ্ধার করতে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে মুখর হয়ে উঠেছে মাঠের রাজনীতি। নানা কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মিটিং, মিছিল, গণসংযোগ, উঠান বৈঠক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকাÐ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে আর্থিক সহযোগিতাসহ নানা কর্মকাÐে অংশ নিচ্ছেন তারা। শহরের অলিগলি থেকে গ্রাম-মহল্লায় শোভা পাচ্ছে বিলবোর্ড, ব্যানার, পোস্টারসহ বিভিন্ন ধরনের প্রচার অনুষঙ্গ। কেউ দলীয় নেতাকর্মীদের নিয়ে করছেন উঠান বৈঠক। কেউবা গ্রামগঞ্জের বিভিন্ন হাটবাজারে গিয়ে সরাসরি ভোটারদের কাছে দলীয় প্রতীকে ভোট চাইছেন। দলীয় মনোনয়নের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সবাই নিজেকে যোগ্য মনে করছেন। মনোনয়ন পেলে দলের আস্থার প্রতিদান দেয়ার ইঙ্গিত দিচ্ছেন। জানতে চাওয়া হলে জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই বলেন, তফছিল ঘোষনার পর পরই মনোনয়ন প্রত্যাশীরা তৎপর হয়ে উঠেছে। এখানে বেশ কয়েকজন মনোনয়ন চাচ্ছে। তবে দল যাকে মনোনয়ন দিবে সবাই মিলে তার পক্ষে কাজ করবো। এখানে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। নৌকার পক্ষে কাজ করাই আমাদের লক্ষ্য হবে। নৌকা যে পাবে তাকে জয়যুক্ত করতে হবে। এদিকে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, সেটার ঘোষণা না দিলেও দলীয় সমর্থনের আশায় একাধিক প্রার্থী এলাকায় গণসংযোগ করেছেন। বর্তমানে দল আন্দোলনে থাকার কারণে এখন এলাকায় তারা নির্বাচনী প্রচারণায় নেই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ভর করে সরকারের উপর। সরকার যদি গণতন্ত্রে বিশ্বাসী থাকে এবং বিএনপির ১ দফা মেনে নেন তবেই নির্বাচনে বিএনপি অংশ নিবেন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের দাবি আদায়ে মাঠে থাকবেন বলে তিনি নিশ্চিত করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা