আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | ভোর ৫:৪২

মাদক ও সন্ত্রাসমুক্ত চায় সোনারগাঁবাসী

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৪ | ৪:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনে মোট ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন ভোটার আগামী ৫ বছরের জন্য সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। আজকের জাতীয় নির্বাচনে এই আসনে ৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ১৩১ টি কেন্দ্রে ৭৭১ টি ভোট কক্ষে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও সোনারগাঁয়ের মানুষ এবার পরিবর্তনের পক্ষে। এ আসনে ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে ১৩১ টি স্থায়ী কেন্দ্রে ৭৭১ টি ভোট কক্ষে মোট ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন ভোটার আছেন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন। নারী ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন। কোন অস্থায়ী ভোট কেন্দ্র না থাকলেও ৩৬ টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে এই আসনে। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম মাসুদ (ঈগল) প্রতীক পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের কায়সার হাসনাত (নৌকা), জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা (লাঙ্গল), বিএনএমের এবিএস ওয়ালিউর রহমান খান (নোঙ্গর), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আসলাম হোসাইন (একতারা), বিকল্প ধারার বাংলাদেশের নারায়ণ দাস (কুলা), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো, মজিবুর রহমান (ফুলের মালা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ (ছড়ি) প্রতীকে প্রতিদ্ব›দ্বীটা করছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম মাসুদ (ঈগল) মনোনয়ন প্রত্যাহারের পর নির্বাচন থেকে সরে গেছেন। সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৩১ কেন্দ্রের ৪৩টিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সোনারগাঁয়ে ভোটের মাঠে ৭ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের আব্দুল্লাহ আল কায়সারের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও সোনারগাঁয়ের মানুষ এবার সন্ত্রাসের বিপক্ষে। বাসিন্দাদের দাবি এই আসনে আমরা মাদকমুক্ত চাই। তবে কায়সার হাসনাতকে মোকাবেলা করতে হবে ‘মুখে কায়সার বুকে খোকা’ গুঞ্জনকে। তাই শেষ মুহূর্তে এই আসনে ‘ঘরের শত্রæ বিভীষণ’কে বাদ দিতে চাচ্ছেন না রাজনীতি বিশ্লেষকরা। এমন কিছু ঘটলে শেষ হাসি হাসবেন লিয়াকত হোসেন খোকা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা