
ডান্ডিবার্তা রিপোর্ট নির্বাচন বর্জনের দাবিতে একের পর এক কর্মসূচী নিয়ে মাঠে নেমেছে মাঠের প্রধান বিরোধীদল বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে পূর্ব থেকেই রাজপথে অবস্থানের মাধ্যমে নিজেদের অস্তিত্বের জাগান দিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপিসহ তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তবে, এবার নির্বাচনের আগের দিন হতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন পর্যন্ত ৪৮-ঘন্টার হরতালের ডাক দিয়েছেন বিএনপি। তাছাড়া সরকার বিরোধী পূর্বের আন্দোলনগুলোতে তেমন একটা আলোরমুখ দেখতে পারেনি নারায়ণগঞ্জ বিএনপি। উল্টো আন্দোলনের ডাক দেওয়ার পর পরই গ্রেপ্তার আতংকের মধ্য দিয়ে বাড়ীঘর ছেড়ে আত্মগোপনে থাকতে হচ্ছে দলীয় নেতৃবৃন্দকে। এর আগে আন্দোলনে সহিংসতার পর দলের অধিকাংশ নেতা দৃশ্যত আত্মগোপনে চলে গেলেও এবারের নির্বাচনে চলমান আন্দোলন জোরদার করতে ফের রাজপথে নেমেছেন বিএনপি নেতারা এমনটাই দাবি তাদের। তবে, আন্দোলনে রাজপথে বিএনপি নেতৃবৃন্দ থাকলেও গ্রেপ্তার আতংকে ভোগছে নেতৃবৃন্দ। বাড়ীঘর ছেড়ে অর্নত্র আত্মগোপনে থেকে দলীয় নির্দেশনা পালন করে যাচ্ছে নারায়ণগঞ্জের বিএনপি নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানান, একতরফা নির্বাচন ঠেকাতে তারা ইতোমধ্যে হরতাল, অবরোধ ও নির্বাচন কমিশন ও বিভিন্ন সরকারি অফিস ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিয়ে বিরতিহীন আন্দোলন সিদ্ধান্ত নিয়েছেন দলটি। সূত্রটির মাধ্যমে জানা যায়, সরকার যদি এক তরফা নির্বাচনের দিকে এগিয়ে যায় সে বিষয়ে তাদের দল কোন দিকে যাবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা মতেই বিরতি ছাড়াই হরতাল কার্যকর করার পরামর্শ দিয়েছে। তাদের কৌশল অনুযায়ী, একতরফা নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচন বাতিলের দাবিতে তারা সর্বাত্বক আন্দোলন চালিয়ে যাবে। বিএনপি নেতারা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নিতে ইসি কীভাবে সংবিধানে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে তা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। বিরোধীদলীয় নেতা-কর্মীদের গণগ্রেপ্তার বন্ধ এবং গ্রেপ্তার দলের সিনিয়র নেতা-কর্মীদের মুক্তি দিতে ইসির ভূমিকাও তারা পর্যবেক্ষণ করবেন বলে জানান। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, আন্দোলন জোরদার করতে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর জন্য তারা তাদের গোপন স্থান থেকে বেরিয়ে আসবেন। তিনি বলেন, জেলার মহাসড়ক ও সড়কে পিকেটিং বাড়ানোর মাধ্যমে হরতাল পালনের মাধ্যমে সড়কপথ সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে। এই বিএনপি নেতা বলেন, একতরফা নির্বাচন কমিশন কতৃক আয়োজিত শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার নীল নকশা বাস্তবায়নের বিরুদ্ধে আমরা হরতাল পালন করছি। আমাদের আন্দোলন জনগনের ভোটাধিকার রক্ষা এবং দেশে গণতন্ত্র পূনরুদ্ধার করে। জনগনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল ধরনের আন্দোলনই তারা চালিয়ে যাবেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, জনগণ এবার সরকারকে নির্বাচনের নামে নাটক করতে দেবে না। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির আন্দোলন এবার ব্যর্থ হবে না। এই অবৈধ সরকারকে পরাজিত করার জন্য গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আমরা তুমুল গণআন্দোলনের মাধ্যমে সরকারকে আমাদের দাবি পূরণে বাধ্য করব।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯