আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | ভোর ৫:৩৬

লড়ই হচ্ছে ৩টি আসনে

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৪ | ৫:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আর মাত্র কয়েক ঘন্টা পরেই আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ সময়। এই সময়ের মধ্যে ৫টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পাটি ও তৃণমূল বিএনপির ৯ প্রার্থী দিনরাত ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। নানা প্রতিশ্রæতির বাণী শুনিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন। এরমধ্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে শামীম ওসমান ও ৫ আসনে সেলিম ওসমানের শক্ত প্রতিদ্ব›দ্বী না থাকায় তারা চিন্তিত ভোটার উপস্থিতি নিয়ে। কারণ প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় এককভাবে তাদেরকেই কেন্দ্রে ভোটার আনতে হবে। প্রতিদ্ব›দ্বী প্রার্থী থাকলে ভোটারদের মাঝে উৎসবমুখোর আমেজ থাকতো। এখন এই দুটি আসনে যা আছে আওয়ামীলীগ ও জাতীয় পাটির ভোটাদের মধ্যে উচ্ছাস। তবে শামীম ওসমান ও সেলিম ওসমানের সমর্থকরা বলছেন, ইনশাআল্লাহ ব্যাপক ভোটার উপস্থিত হবে। সেই টার্গেট নিয়েই দলের নেতাকর্মীরা কাজ করেছে। অপরদিকে রূপগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সঙ্গে মূল প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া (স্বতন্ত্র) ও তৃণমূল বিএনপি’র মহাসচিব তৈমূর আলম খন্দকার। এখানে ভোটাররা বলছেন দ্বিমুখী লড়াই হবে। তাদের মতে, গোলাম দস্তগীর গাজী তিনবারের সংসদ সদস্য ও শাজাহান ভূঁইয়া তিনবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। এতে দুইজনেরই ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে। তাছাড়া গোলাম দস্তগীর গাজী নৌকার প্রার্থী হলেও আওয়ামী লীগের আরেকটি অংশ রয়েছে স্বতন্ত্র প্রার্থী শাজাহান ভূঁইয়ার পক্ষে। ফলে মূল প্রতিদ্ব›িদ্বতা হবে তাদের দুইজনের মধ্যে। অপরদিকে তৈমূর আলমের পুঁজি বিএনপির ভোট। কিন্তু তৃণমূলের প্রার্থী হওয়ায় বিএনপি’র নেতাকর্মীরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদিও তৈমূরের দাবি বিএনপি’র লোকজন তাকে ভোট দিবে। আড়াইহাজার আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনবারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সঙ্গে মূল প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলমগীর সিকদার লোটন। এন্টি আওয়ামী লীগ ও এন্টি বাবু গ্রæপটি লোটনের সঙ্গে পরোক্ষভাবে সক্রিয় থাকায় চিন্তার ভাঁজ বাবুর কপালে। এমনটা বলছেন সেখানকার সাধারণ মানুষ। সোনারগাঁ আসনে জাতীয় পার্টির দুইবারের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে মূল প্রতিদ্ব›িদ্বতা হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের। সাধারণ ভোটারদের মতে, ২০০৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী কায়সার হাসনাত বিজয়ী হয়। এরপর পর পর দুইবার সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তাদের দুইজনের সময়ে কেমন ছিল সোনারগাঁয়ের সার্বিক পরিস্থিতি তা মূল্যায়ন করেই ভোট পড়বে তাদের বাক্সে। প্রসঙ্গত: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৬৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮২টি। ভোট কক্ষ ৪ হাজার ৯৮৩টি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা