আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | ভোর ৫:৪২

টার্গেট ভোটার উপস্থিতি

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৪ | ৫:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে জেলার সর্বোচ্চ মোট ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন ভোটার আগামী ৫ বছরের জন্য সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ এই আসনে ৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ২৩১টি কেন্দ্রে ১৫৬২টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখানে শামীম ওসমানের শক্ত কোন প্রতিদ্বদ্বী নেই। নির্বাচন এখানে আনুষ্ঠানিকতা মাত্র। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ১টি অস্থায়ীসহ ২৩১ টি কেন্দ্রে ১৫৬২টি ভোট কক্ষে ৬ জন হিজড়া ভোটারসহ মোট ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন ভোটার আছেন। পুরুষ ভোটার ৩ লাখ ৫২ হাজার ৪৪১ জন। নারী ভোটার আছেন ৩ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এখানে ৭৬টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। এখানে আওয়ামী লীগের একেএম শামীম ওসমান (নৌকা), তৃণমূল বিএনপির মো. আলি হোসেন (সোনালী আঁশ), জাকের পার্টির মো. মূরাদ হোসেন জামাল (গোলাপ ফুল), বাংলাদেশ সুপ্রীম পার্টির মো সেলিম আহমেদ (একতারা), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মো. হাবিবুর রহমান (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির শহিদ উন নবী (আম), বাংলাদেশ কংগ্রেসের গোলাম মোর্শেদ রনি (ডাব), জাসদের মো. ছৈয়দ হোসেন (মশাল) প্রতীকে নির্বাচন করছেন। জেলার সবচেয়ে বেশি ১৪৯টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত এ আসন। এই আসনে ২৩১টি ভোটকেন্দ্র রয়েছে। ‘খেলা হবে’ বলে শ্লোগান দেয়া নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান নির্বাচনের মাঠে নামার আগেই জয় নিশ্চিত করেছেন বলে মত বিশ্লেষকদের। তাঁর আসনেই নেই কোন পরিচিত মুখ কিংবা রাজনৈতিক দল। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে শামীম ওসমানকে ‘ছাড়’ দিতে জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা প্রার্থিতা প্রত্যহার করেছেন বলে মত অনেকের। জয়ের ব্যাপারে নির্ভার হলেও কেন্দ্রে ভোটার আনার চ্যলেঞ্জে আছেন তিনি। কাগজে-কলমে আসনটিতে তৃণমূল বিএনপি, জাকের পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ আরও সাত জন প্রার্থী থাকলেও তারা তিন বারের সংসদ সদস্য শামীম ওসমানের জন্য শক্ত প্রতিদ্বদ্বী হয়ে উঠতে পারবেন না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা