আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:৫৫

রেকর্ড ভোটে পাশ হতে পারেন সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৪ | ৫:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর ও বন্দর আসনে জেলার মোট ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন ভোটার আগামী ৫ বছরের জন্য সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য ও বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানসহ এই আসনে ৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ১৭৫ টি কেন্দ্রে ১০৮৮ টি ভোট কক্ষে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখানে সেলিম ওসমানের শক্ত কোন প্রতিদ্বদ্বী নেই। নির্বাচন এখানে আনুষ্ঠানিকতা মাত্র। জেলায় সবচেয়ে কম প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলেও রেকর্ড ভোটে নির্বাচিত হওয়ার জন্য কাজ করছেন তাঁর নেতাকর্মীরা। সব দলের নেতাকর্মীরা তাঁর জন্য কাজ করছেন বলে জানা গেছে। সদর-বন্দর আসনটি সদরের আংশিক ও বন্দর উপজেলা নিয়ে গঠিত। এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ টি ওয়ার্ড ও ৭ টি ইউনিয়নে ১৭৫ টি স্থায়ী কেন্দ্রে ১০৮৮ টি ভোট কক্ষে মোট ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন ভোটার ভোট প্রদান করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৩৬৮ জন। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ২৬ জন। এখানে ৬ জন হিজড়া ভোটার আছেন। কোন অস্থায়ী ভোট কেন্দ্র না থাকলেও ৪২ টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে এই আসনে। এ আসনে একেএম সেলিম ওসমান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এএসএম একরামুল হক (মোমবাতি), তৃণমূল বিএনপি মো. আব্দুল হামিদ ভাসানী (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রীম পার্টির ছামসুল ইসলাম (একতারা) প্রতীক পেয়েছেন। এখানেও কোন স্বতন্ত্র প্রার্থী নেই। এ আসনে মোট ১৭৫টির মধ্যে ৪৯টি কেন্দ্র বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের নির্বাচনী আসনে তৃণমূল বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির তিন জন প্রার্থী থাকলেও তারা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানকে হারানোর মতো শক্ত প্রতিদ্ব›দ্বী নন। আসনটিতে শুরু থেকেই কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যদিও সদর ও বন্দর থানা নিয়ে গঠিত এই আসনটিতে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রবীণ ও নবীন রাজনীতিক প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাঁর নির্বাচনী কর্মকাÐে অংশ নেয়ায় ইতোমধ্যে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বিভিন্ন নির্বাচনী বৈঠক সমাবেশে নিজেকে ‘সর্বদলীয়’ প্রার্থী হিসেবে দাবি করেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা