আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৬

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে না’গঞ্জে ভোট গ্রহণ সম্পন্ন

ডান্ডিবার্তা | ০৮ জানুয়ারি, ২০২৪ | ৬:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ৫টি আসনের মোট ৭৮২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়েছে। গতকাল রোববার সকাল ৮ টা থেকে একযোগে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। শীতের সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে প্রত্যাশা ছিল প্রার্থী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের। তবে তুলনামুলক ভাবে ভোটার উপস্থিতি কম ছিল। বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ। এদিকে সকাল থেকে প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এদিকে বেলার বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে যান প্রার্থীরা এ সময় নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তৈমুর আলম খন্দকার বলেন, আমি বলেছি নির্বাচনের শেষ দেখব। তৃণমূল বিএনপি নির্বাচনের শেষ দেখবে। আমরা মাটি কামড়ে হলেও নির্বাচনটা করব। তিনি আরও বলেন, নৌকার প্রার্থী টাকা বিলি করছে আমরা অভিযোগ করে আসছি। মিডিয়াতেও এসেছে এটা। একজন পাঁচ লাভ টাকা নিয়ে গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে বরপা এলাকায় আমার এজেন্টদের পিটিয়ে এসেছে ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা। তিনি বলেন, চনপাড়া বিশাল ভোটব্যাংক। সেখানে আমার এজেন্ট ঢুকতে দিচ্ছে না। বহুবার আমরা অভিযোগ করেছি। এসপির সঙ্গে দেখা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। কিন্তু চনপাড়ার ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা নেয়া হয়নি। তৃণমূল বিএনপির এ নেতা আরও বলেন, এখন আমি নির্বাচন করব নাকি অভিযোগ জানাব। ওদের টাকা আছে ওরা বিলি করে। আমার টাকাও নেই আমি ভোট কিনিও নাই। আমার দাবি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন না হলে জাতি সংকটে পড়বে। এদিকে রূপগঞ্জে দুই প্রার্থী একই পরিবারের। তবে দুই প্রার্থীর পোলিং এজেন্টরাই পরিচয় দিচ্ছেন তারা নৌকার! এই আসন থেকে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (নৌকা) এবং তার ছেলে গাজী গোলাম মূর্তজা (ঈগল) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে নির্বাচনের দিন দুই প্রার্থীর পোলিং এজেন্টরাই পরিচয় দিচ্ছেন তারা নৌকার এজেন্ট। উপজেলার ৬২নং পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া এই ভোটকেন্দ্রের পোলিং এজেন্টরা জানেন না তাদের প্রতিদ্বন্দী প্রার্থীর নাম। একইসঙ্গে একই কেন্দ্রে এক রুমে ৩/৪ জন একই প্রতীকের এজেন্ট বলেও এজেন্টরা দাবি করেন। এসময় ৭ নাম্বার রুমের পোলিং এজেন্টদের কাছে তাদের প্রার্থী সম্পর্কে জানতে চাইলে তারা চারজন মৌখিকভাবে জানান তারা নৌকার এজেন্ট। যদিও তাদের কার্ডে অন্য প্রার্থীর তথ্য দেখা যায়। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর ছাড়া নৌকার প্রার্থীর পোলিং এজেন্ট কার্ড এবং ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়া কার্ড নিয়েও বসে থাকতে দেখা গেছে এজেন্টদের। পিংকি আক্তার নামের নৌকার পোলিং এজেন্টের কার্ডে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সিল-স্বাক্ষর কিছুই দেখা যায়নি। এছাড়া আলমারি প্রতীকের প্রার্থী তানিয়ার কার্ড ছিল ক্রস চিহ্ন দিয়ে কাটা। আর নামছাড়া কার্ডও দেখা যায়। আবার এই কেন্দ্রের ৭ নম্বর ভোটকক্ষে ঢুকে এজেন্টের জিজ্ঞাসা করা হলে তারা চারজন নৌকার এজেন্ট বলে দাবি করেন। যদিও তাদের কার্ডে পরে অন্য প্রতীকের নাম দেখা গেছে। এসময় তাদের কাছে নির্ধারিত প্রতীকের প্রার্থীর নাম জানতে তারা নিজেদের প্রার্থীর নামও বলতে পারেননি। তারা জানান স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের পোলিং এজেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। এই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইউসুফ আলী মিয়া বলেন, কার্ড সংকটের কারণে একটি কার্ড ক্রস চিহ্ন দিয়ে কাটা থাকলেও তা ব্যবহার করতে দেওয়া হয়েছিল। যদিও পরে তা সাদা কাগজে আমার সিল-স্বাক্ষর দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর যে কার্ডে সিল-স্বাক্ষর ছিল না, সেটা বাতিল করা হয়েছে। এক রুমে ৩/৪ জন একই প্রতীকের এজেন্ট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে নৌকা এবং ঈগল প্রতীকের প্রার্থী একই পরিবারের। ফলে সাধারণ মানুষ হিসেবে অনেকেই বিষয়টি গুলিয়ে ফেলেন। তবে তারা একেকজন একেক প্রার্থীর পোলিং এজেন্ট। যাবতীয় কাগজপত্র পরীক্ষা-নীরিক্ষার পরই তাদের ভোটকেন্দ্রে থাকতে দেওয়া হয়েছে। পরদিকে রূপগঞ্জের তারাবো পাট গবেষণা উপকেন্দ্র ১৯ নম্বর ভোটকেন্দ্র নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর লোকজন প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রণে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কেতলির এজেন্টদের কেন্দ্রে না আসার জন্য হুমকি দেওয়া হয়েছে সেখানে। সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ওই কেন্দ্রে সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা গেছে। এই কেন্দ্রের কেটলি প্রতীকের (আলহাজ্ব শাজাহান ভূইয়া) এজেন্ট ইলিয়াস মিয়া বলেন, গত রাত থেকে হুমকির ওপর রেখেছে গাজীর লোকজন। পারলে তারা আমাকে মেরে ফেলে। মোবাইলে কল করে হুমকি দিচ্ছে তারা। তাই মোবাইলফোন বন্ধ রেখেছি। এভাবে আতঙ্ক সৃষ্টি করছে তারা। কেটলির আরেক এজেন্ট এলাচি বেগম বলেন, ভয়ের মধ্যে আছি। অনবরত হুমকি দিচ্ছে দস্তগীর গাজীর লোকজন। ওই কেন্দ্রের আটটি বুথে খোঁজ নিয়ে জানা যায়, বেশিরভাগ বুথে নৌকা ও ঈগলের এজেন্ট রয়েছে। এছাড়া কেন্দ্রের বাইরে সড়কজুড়ে গাজীর কিশোর-যুবকেরা ঘোরাফেরা করছে। তারা খোঁজ নিচ্ছে কেটলির লোকজন আসছে কিনা। এদিকে ৪ নম্বর বুথে নৌকার এজেন্ট নূর আলম এবং বিউটি নামে দুজনকে দেখা যায়। এছাড়া ঈগল ও আলমারি প্রতীকের এজেন্ট পরিচয়ে নৌকার জন্য কাজ করছেন কয়েকজন। নূর আলম-বিউটি পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন কক্ষে আসা-যাওয়া করছেন। এসব বিষয়ে বাধা দিলে কেন্দ্রের দায়িত্বরত এসআই হাবিবুর রহমানের সঙ্গে তর্কে জড়ান তারা। এর কিছুক্ষণ পরেই নূর আলমের প্রভাব বিস্তার জানতে দায়িত্বরত এক সাংবাদিক এগিয়ে গেলে তাকেও হুঁশিয়ারি দেন তারা। এসব বিষয় দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানালে নূর আলম তার কক্ষে যান। ওই কেন্দ্রের ৮ বুথের আলমারি ও ঈগল প্রতীকের নামে নৌকার লোকেরা (১৬) এজেন্ট সেজে বসে আসে। বেশিরভাগ এজেন্ট প্রার্থীর নাম জানেন না এবং তাদের অনেকেন কাছে কোনো কার্ড নেই। প্রিসাইডিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, সকাল ৮টা থেকে ৯টা ১০ পর্যন্ত ২২০টি ভোট গ্রহণ হয়েছে। তবে ৪ নম্বর বুথে এ সময়ে মাত্র ১২টি ভোট গ্রহণ করা হয়েছে। দায়িত্বরত এআই মো. হাবিবুর রহমান বলেন, আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জের-১ আসন রূপগঞ্জে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর ¯েøাগান দিয়ে কেন্দ্র দখলে নিতে হামলা করেছেন যুবলীগ নেতা কাউসার প্রধান ও তার লোকজন। আর তাদের বাধা দিতে গিয়ে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়ার তিনজন কর্মী আহত হয়েছেন। উপজেলার ভোলাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গনবাংলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন – ভোলাব ইউনিয়নের নাজমুল হোসেন, হাবিবা আক্তার, আসাদুজ্জামান। আহতদের মধ্যে হাবিবা আক্তার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। তার দশ থেকে পনেরো মিনিট পরই আতলাপুর বাজার থেকে গাজীর ¯েøাগান দিয়ে ভোলাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড গনবাংলা উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। এসময় বাধা দিলে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের ওপর হামলা করে। পরে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জানান, আমার নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা