আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:১৭

জুডিশিয়াল ডিপার্টমেন্টের কেউ কেউ চেষ্টা করেছে উত্তেজনা সৃষ্টি করতে

ডান্ডিবার্তা | ০৮ জানুয়ারি, ২০২৪ | ৬:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি আজ সারাদিন কোথাও বের হইনি। আমি সারাদিন কবরস্থানেই ছিলাম। তারপর পৌনে তিনটার সময় আদর্শ স্কুলে গিয়ে ভোটটা দেই। জুডিশিয়াল ডিপার্টমেন্টের কেউ কেউ চেষ্টা করেছে আমার এলাকায় উত্তেজনা বৃদ্ধি করে দেয়া। তারা স্বাধীনতা বিরোধী পরিবার থেকে এসেছে। প্রশাসনে তারা আছে চাকরি করতে পারে। তবে তারা উত্তেজনা সৃষ্টি করতে ত্রæটি রাখেননি। সিনিয়র নেতাদের সাথে এমন আচরণ করেছেন সামরিক আমলে এমটা করলেও উত্তেজনা ছড়িয়ে যেত। আমি গতকালই নেতাকর্মীদের বলে দিয়েছিলাম উস্কানি দেয়া হতে পারে। এগুলো না হলে ভোট আরও সাত আট পার্সেন্ট বাড়ত। গতকাল রোববার রাতে বেসরকারি ফলাফলে বিজয়ী হবার পর গণমাধ্যম কর্মীদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে কয়েকটা ফোন পাই। নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার যদি ফোনটা না পেতাম তাহলে বিশাল সমস্যা হয়ে যেত। নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় টেলিফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না। এমন প্রায় হাজার হাজার ভোটার ব্যাক করেছে। কিছু পোশাকের লোক অনৈতিক ডিমান্ড করেছে সেন্টারগুলোতে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করেছি। রাতে ভোট কেন্দ্রে হামলা করেছে। জনগণই ওদের প্রতিহত করেছে। রাতে ¯েøাগান দিয়েছে ভোটকেন্দ্রে যাবে যারা লাশ হয়ে ফিরবে তারা। তারেকের নামে ও লোকাল নেতার নামে ¯েøাগান দিচ্ছিল। আমি অনুরোধ করব তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে। এমন আতঙ্ক না ছড়ালে আরও বেশি ভোট পড়ত। প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ভাল কাজ করেছে। তবে কিছু লোক ডিপার্টমেন্টকে বদনাম করতে এ কাজগুলো করেছে। আজ নির্বাচন কমিশনের অধীনে দেশ কাল সরকারের অধীনে থাকবে। ওদের ফাইন্ডআউট করতে হবে। ওরা সবসময় সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি। নির্বাচন কমিশন অক্লান্ত পরিশ্রম করে নির্বাচন করেছে। আমরা উস্কানিতে সাড়া দিলে নির্বাচন নষ্ট হতে পারত। আমরা আশাকরি এর ন্যায় বিচার পাবো। ওদের নেতারা অনেক কিছু বুঝিয়েছিল। হতাশা থেকে অনেকসময় মানুষ খারাপ কাজ করে। এই সন্ত্রাসী সংগঠন মুসলিম লীগের যে অবস্থা হয়েছে আগামী দুই তিন বছরে সেই অবস্থা হবে। এই নেতা তার কর্মীদের হাতেই মার খাবে। তার ননসেন্স কাজের জন্য এদের সবার কনভিকশন হবে। তারা তার নির্দেশেই তো এ কাজ করেছে। কাদবে কী তারেক রহমান। আমরা চাইলেও ওদের সেভ করতে পারবো না। আদালত তো প্রমাণ দেখছে। শামীম ওসমান আরো বলেন, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে না থাকলেও শহরে কিছু হাইব্রিড নেতা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা চেষ্টা করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা